হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক চেং ইন ছুয়ান ২২ এপ্রিল চীনের হাইনান প্রদেশের বো আওতে এই মত প্রকাশ করেছেন যে , এশিয়ার বর্তমান ব্যাংকিং ব্যবস্থাপনায় এই অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা যাচ্ছে না ।
একই দিন বো আওতে অনুষ্ঠিত এশীয় ফোরামের একটি অধিবেশনে তিনি বলেছেন , বর্তমানে এশিয়ার ব্যাংকিং ব্যবস্থাপনায় বহু নেতিবাচক উপাদান বিরাজ করছে । বহু অঞ্চলে অর্থনৈতিক ব্যবস্থা খুবই পশ্চাত্পদ। ব্যাংকিংয়ে এজেন্সী পরিসেবা এখনো পরিপক্ক হয় নি । আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এশিয়ার স্বল্পসংখ্যক অর্থনৈতিক গোষ্ঠীকে আর্থিক বাজারের প্রতি রক্ষণশীল মনোভাব পোষণ করতে হবে ।
তিনি প্রস্তাব করেন যে , এশিয়ায় আর্থিক বুনিয়াদি ব্যবস্থাদি গড়ে তোলা হবে , স্থানীয় বাজারে বিদেশী মাধ্যম প্রতিষ্ঠানের ব্যাপারে নিষেধাজ্ঞা শিথিল করা হবে আর এশিয়ার বিভিন্ন অর্থনৈতিক গোষ্ঠীর সহযোগিতা জোরদার হবে , যাতে এশিয়ার আর্থিক সমন্বয় আর অর্থনীতির টেকসই সমৃদ্ধি ত্বরান্বিত করা যায় ।
|