২২ এপ্রিল সন্ধ্যায় দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে দোকদো বা দক্ষিণ কোরিয়ার ভাষায় টেকশিমা দ্বীপ সংক্রান্ত বিরোধ নিয়ে চূড়ান্ত আপোস হয়েছে। জাপান দু'পক্ষের আপোস-রফাকে স্বাগত জানিয়েছে। তবে উত্তর কোরিয়া জাতীয় অভিন্ন শক্তি নিয়ে দোকদো রক্ষা করার কথা প্রকাশ করেছে।
দু'পক্ষের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, জাপান ৩০ জুনের আগে দোকদোর নিকট সমুদ্রে অনুসন্ধান তত্পরতা বাতিল করতে রাজি হয়েছে। তবে দক্ষিণ কোরিয়া বলেছে, উপযুক্ত সময়ে তলদেশ নিয়ে দক্ষিণ কোরিয়ার জায়গার নাম নিবন্ধনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। এ পর্যন্ত দু'পক্ষ জাপানের এই অনুসন্ধান সৃষ্ট-বিরোধ বন্ধ করেছে।
|