সৌদী আরব সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২২ এপ্রিল রিয়াদে রাদশাহ আব্দুল্লাহ বিন আবদুল আজিজের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার করা এবং দু'দেশের রণনৈতিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ মতৈক্য পৌঁছেছে।
হু চিন থাও বলেছেন, পারস্পরিক উপকারিতা ও উভয়ের কল্যাণের ভিত্তিতে বাস্তব সহযোগিতা জোরদার করা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের একটি চমত্কার অভিজ্ঞতা। বর্তমানে দু'পক্ষ শক্তি সম্পদ, বাণিজ্য, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতায় তিনি পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেছেন।
আব্দুল্লাহ হু চিন থাওয়ের ভাষণের প্রশংসা করে বলেছেন, সৌদী আরব চীনের সঙ্গে অকৃত্রিম মৈত্রী উন্নত করা এবং সার্বিক ও বহু ক্ষেত্রের সহযোগিতা চালানোর আশা প্রকাশ করেছে।
দু'পক্ষ আঞ্চলিক পরিস্থিতি , ফিলিস্তিন ও ইস্রাইলের সংঘর্ষ এবং ইরাকের বিষয় নিয়ে মত বিনিময় করেছে।
একইদিন হু চিন থাও সৌদী আরবের শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তাঁরা দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন।
|