চীনের উত্তর-পশ্চিমাংশের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে পাঁচটি বায়ূ শক্তি বিদ্যুত্ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বায়ূ শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদনের সামর্থ্য ১ লক্ষ ৮০ হাজার কিলোওয়াট, চীনের বায়ূ শক্তি বিদ্যুত্ উত্পাদন পরিমাণের দিক থেকে সিনচিয়াং চীনের বৃহত্তম প্রদেশে পরিণত হয়েছে।
জানা গেছে, গত বছরের শেষ দিক পর্যন্ত , সিনচিয়াংয়ের বায়ূ শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন পরিমাণ সারা দেশের বায়ূ শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদনের মোট পরিমাণের ১০ শতাংশ বেশি। এর মধ্যে সিনচিয়াংয়ের তাবেই নগরের বায়ূ শক্তি কেন্দ্রের বিদ্যুত্ উত্পাদন পরিমাণ ১ লক্ষ ৪০ হাজার কিলোওয়াটে পৌঁছেছে, তা এশিয়ায় বৃহত্তম বায়ূ শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন অঞ্চলে পরিণত হয়েছে।
চীনের উন্নয়নশীল স্থল বায়ূ শক্তি ৩২০ কোটি কিলোওয়াটের বেশি, সিনচিয়াংয়ে স্থল বায়ূ শক্তি সম্পদ গোটা দেশের মোট পরিমাণের প্রায় ৪০ শতাংশে দাঁড়ায়, অন্তঃমঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের পরেই তার স্থান।
|