পাকিস্তানে জাতিসংঘের মানবতাবাদি সংস্থার সমন্বয়কারী জান ভানদেমোর্টেলে ২২ এপ্রিল রাজধানী ইসলামাবাদে ১২ মাসব্যাপী ভূমিকম্পোত্তর পুনর্গঠনের কাজ শুরু হবার ঘোষণা করেছেন।
তিনি বলেছেন যে, প্রাথমিক পুনর্গঠনের পরিকল্পনার প্রধান লক্ষ্য হচ্ছে পাকিস্তান ভূমিকম্পের পর ত্রাণকর্ম পর্যায় ও পুনর্গঠনের প্রাথমিক পর্যায় ভালভাবে সম্পন্ন করা । বিশেষ করে মৌলিক পরীক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা আবার শুরু চালু করা , পরিষ্কার পানি সুনিশ্চিত করা, প্রযুক্তি প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্র জোরদার করা, যাতে সেখানকার অধিবাসীদের জীবনযাত্রার মান উন্নত হবে।
তিনি আরো বলেছেন যে, এই পরিকল্পনা অনুমান করে যে পুঁজির পরিমাণ মোট ১৮ কোটি মার্কিন ডলার, এর সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার বিশ্বাস আছে যে ভূমিকম্প পুনর্গঠন ও পুনর্বাসন ব্যুরোর সঙ্গে মিলিতভাবে এই পরিকল্পনা সম্পন্ন হবে।
|