পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব শের্পাও ২১ এপ্রিল স্বীকার করেছেন, ২০ এপ্রিল আফগানিস্তানের সীমান্তবর্তী বাজাউর উপজাতি এলাকায় আল-কায়েদার দ্বিতীয় প্রধান ব্যক্তি আইমান আল-জাওয়াহিরির সাহায্যকারী আবু মারওয়ান আল-সুরি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।
আফতাব শের্পাও বলেছেন, সুরি হলেন আল-জাওয়াহিরির বোমা বিশেষজ্ঞ। ২০ এপ্রিল বাজাউর উপজাতি এলাকার একটি চেক পোস্টে প্রশ্ন করার সময়ে সুরি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ের সময়ে তিনি নিহত হয়েছেন। এতে নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তাও নিহত হয়েছেন।
শের্পাও বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সুরির কাছে একটি নোট খুঁজে পেয়েছে। এই নোটে আল-কায়েদা সংস্থার সদস্যদের তালিকা রয়েছে।
|