মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ২১ এপ্রিল এক বিবৃতিতে বলেছে যে, ভারত ও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মগ্রুপ এই সপ্তাহে ওয়াশিংটনে বৈঠক করেছে। বৈঠকে দুপক্ষ একমত হয়েছে যে দুদেশ সন্ত্রাসবিরোধী তথ্য বিনিময় এবং সন্ত্রাসবিরোধী যৌথ মহড়া করবে । কিন্তু বিবৃতিতে এই সম্মেলনের নির্দিষ্ট সময় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
জানা গেছে, দুপক্ষ আরো একমত হয়েছে যে , সন্ত্রাসবিরোধী সাহায্য ক্ষেত্রে দুই পক্ষ পরস্পরের প্রতি দ্রুত সাড়া দেবে, দুপক্ষ সন্ত্রাসবিরোধী তত্পরতায় প্রস্তুতি কাজ ও সামর্থ্য ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে এবং বর্তমানে দুপক্ষের অপরাধী হস্তান্তর ও আইনি সহযোগিতা ব্যবস্থা উন্নত করবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে যে, দুপক্ষ এবছরের শেষভাগে ভারতের রাজধানীতে নতুন দফার বৈঠক করবে।
|