এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নব নিযুক্ত ভাইস গভর্নর গ্রীনউড্ সম্প্রতি চীনের মধ্যাংশের চিয়াং শি প্রদেশের কিছু কৃষক পরিবারে গিয়ে ঋণদান প্রকল্প পরিদর্শন করেছেন। চীনের গ্রাম ও কৃষকদের উপর বাস্তব অভিজ্ঞতা অর্জনের পর তিনি বলেছেন, চীনের নতুন গ্রাম বিনির্মাণ পরিকল্পনা উত্সাহব্যঞ্জক। এডিবি বহু দিক থেকে এ পরিকল্পনায় যথাসাধ্য সহযোগিতা করবে।
গ্রীনউড্ বলেছেন, চীন সরকারের প্রণীত পরবর্তী পাঁচ বছরের আর্থ-সামাজিক বিকাশ পরিকল্পনার জন্য এডিবি পরিষদ "চীনের রাষ্ট্রীয় কৌশলগত পরিকল্পনার নয়াকরণ " অনুমোদন দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত চীনকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ দেয়া হবে, এর মধ্যে প্রায় ৮০ শতাংশ অপেক্ষাকৃত দরিদ্র মধ্য-পশ্চিমাঞ্চলে, বিশেষ করে সেই অঞ্চলের নতুন গ্রাম বিনির্মাণ সমর্থনে ব্যবহার করা হবে। এর সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে গ্রামাঞ্চলের প্রাকৃতিক শক্তি সম্পদের নির্মাণ, গ্রামাঞ্চলের পানি সরবরাহ , পায়খানা ব্যবস্থার পুনর্নির্মাণ, কৃষকদের প্রযুক্তি ও পেশাগত প্রশিক্ষণ, গ্রামাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ গঠন, জেলা ও গ্রামের সড়ক নির্মাণ ।
|