২১ এপ্রিল চীনের জাতীয় আদর্শগুনমান পরীক্ষা অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , এ বছরের পয়লা মে থেকে মূলভূভাগে প্রবেশকারী তাইওয়ানের ফলমূল , শাকশব্জী ও জলজপন্যের প্রকার সংখ্যা বাড়বে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , পয়লা মে থেকে মূলভূভাগে পাঠানো তাইওয়ানের ফলমূলের প্রকারসংখ্যা ১৮ থেকে ২২ আর শাকসব্জীর প্রকারসংখ্যা ১১ হবে । তাইওয়ানের জেলে নৌকাগুলোর ধরা মাছগুলো ফুচিয়েন প্রদেশে পাঠানো যায় । চীনের জাতীয় আদর্শ গুনমান পরীক্ষা অধিদপ্তর মূলভূভাগে পাঠানো তাইওয়ানের শাকসব্জী, ফলমূল ও জলজ পন্যের জন্য সুবিধাজনক সার্টফিকেশন ব্যবস্থা নিয়েছে । পন্যদ্রব্যগুলোর গুনমান নিশ্চিত করার সঙ্গে সঙ্গে এই অধিদপ্তর প্রণালীর দুই পারের বাণিজ্যের প্রসার ত্বরান্বিত করার প্রচেষ্টা চালাচ্ছে ।
|