শাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশগুলোর মাদক চোরাচালান সেমিনার ২১ এপ্রিল পেইচিংয়ে শেষ হয়েছে। সেমিনারে মাদক চোরাচালান ক্ষেত্রের সহযোগিতা জোরদার কার্যক্রমের "সারসংকলন" গৃহীত হয়েছে, মাদক চোরাচালানের মাধ্যমে সন্ত্রাসবাদের জন্য অর্থ সংগ্রহ তত্পরতায় আঘাত হানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
"গোল্ডেন ক্রিসেন্ট" অর্থাত্ আফগানিস্তান, ইরান ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলে মাদক চোরাচালানের গুরুতর অবস্থা মোকাবেলা করার জন্য এই অধিবেশন আয়োজিত হয়েছে। রাশিয়া, কাজাখস্তান ও চীনসহ সাংহাই সহযোগিতা সংস্থার ছয়টি সদস্য দেশ আর এই সংস্থার পর্যবেক্ষক দেশ পাকিস্তান, ভারত আর বিশেষভাবে আমন্ত্রিত আফগানিস্তানের প্রতিনিধিরা অধিবেশনে উপস্থিত ছিলেন।
বিভিন্ন পক্ষ সর্বসম্মতিক্রমে মনে করে, এই অঞ্চলে দিনে দিনে গুরুতর হয়ে ওঠা মাদক উত্পাদন ও চোলাচালান অভিযান এই অঞ্চলের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার প্রতি হুমকি সৃষ্টি করে, এটা আন্তর্জাতিক সন্ত্রাসী সংস্থার পুঁজির এক গুরুত্বপূর্ণ উত্স। বিভিন্ন পক্ষ, উপযুক্ত সময়ে শাংহাই সহযোগিতা সংস্থার মাদকদ্রব্য নিষিদ্ধকরণ সমন্বয় সংস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
|