v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-24 15:36:56    
জাতীয় গণ-কংগ্রেসের প্রতিনিধিরা কৃষকদের দরদী অভিভাবক

cri
 সমাজতান্ত্রিক নতুন গ্রাম বিনির্মাণ হচ্ছে বর্তমান চীনে সবচেয়ে উষ্ণ আলোচ্যবিষয়। ব্যাপক গ্রামাঞ্চলের চেহারা পরিবর্তন করতে চাইলে গ্রামের বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ কাজ জোরদার করার সঙ্গে সঙ্গে কৃষককূলের উত্পাদন এবং জীবনযাপনের মধ্যে সবচেয়ে জরুরী বাস্তব সমস্যাগুলো সমাধান করা , তাঁদের জীবনযাপনের গুণগত মান উন্নত করা, তাঁদের আয় বাড়ানো হচ্ছে গোটা সমাজের অভিন্ন মতৈক্য। তাই, চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলন চলাকালে আমাদের সংবাদদাতা এই বিষয় নিয়ে তিন জন প্রতিনিধির সাক্ষাত্কার নিয়েছেন ।

 হুনান প্রদেশের শাওশান শহরের প্রতিনিধি ম্যাডাম সু আই পিং হচ্ছেন স্থানীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের  পরিচালক। তিনি জানিয়েছেন, গ্রামবাসীদের থাকার ব্যবস্থা বিকেন্দ্রীভুত , বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ অনুন্নত , চিকিত্সার শর্ত শহরাঞ্চলের তুলনায় অনেক দুর্বল। পরিবার পরিকল্পনা কাজের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সু আই পিং গ্রামবাসীদের শ্রেষ্ঠ প্রসবের বিষয়ে বেশি মনোযোগ দেন। তিনি বলেছেন, "উত্তম পরিসেবা দিতে হয়। প্রত্যেক প্রসূতী নারীর স্বাস্থ্যের অবস্থার উপর আমরা যত্ন রাখি এবং গ্রহণযোগ্য ব্যবস্থা চালিয়ে তাঁদের স্বাস্থ্য নিশ্চিত করি। যেমন তাঁদের বাসায় গিয়ে সমস্যাগুলো জিজ্ঞাসা করি বা তাঁদের নিয়ে হাসপাতালে যাই, ইত্যাদি।"

 ম্যাডাম সু বলেছেন, তাঁরা একক সন্তান পরিবারকে সরকারী ভর্তুকী দেন। বহু কৃষক পরিবার এই ভর্তুকিকে ছেলেমেয়ের শিক্ষাদানে সদ্ব্যবহার করে। ব্যাপক ও গভীর সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের পরিবার পরিকল্পনার ধারণার অনেক পরিবর্তন হয়েছে। গত বছর শাও শান শহরের পরিবার পরিকল্পনার হার ৯৯.৪৭ শতাংশে পৌঁছেছে।

 ২০০৬ সালের ১ জানুয়ারী থেকে চীন দেশব্যাপী কৃষি কর বাতিল করেছে। ২০০৪ সালে চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনে হুনান প্রদেশের সিয়াং থানের প্রতিনিধি রেন ইয়ু জি কৃষি কর বাতিল করার প্রস্তাব করেছেন। এই প্রস্তাব দেয়ার কারণ প্রসঙ্গেতিনি বলেছেন, "কয়েক বছর তদন্ত ও গবেষণা করা এবং গভীরভাবে বিশ্লেষণ করার পর আমি উপলব্ধি করেছি যে, রাষ্ট্রের কৃষি কর বাতিল করা উচিত। এটি কৃষকদের জন্যে প্রয়োজনীয়, কারণ তা সরাসরি কৃষকদের ভার কমাবে। অন্য দিকে আমাদের দেশের এমন সামর্থ্য আছে। কারণ এখন নাগরিকদের আয় বছরে প্রায় ১০ শতাংশ হারে বেড়ে যাচ্ছে। কৃষি কর বাতিল করা হচ্ছে দেশ আর জনসাধারণ উভয়ের জন্যই সুবিধাজনক কাজ। এর ফলে ৯০ কোটি কৃষকের মন আর দেশের মধ্যে সমন্বয় ঘটবে। "

 চীনে ৯০ কোটি কৃষক আছে, তাই কৃষকরা ধনী হলেই কেবল চীন সত্যিকারভাবে সমৃদ্ধ হতে পারবে। চলতি বছরের সরকারী কার্যবিবরণীতে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও উল্লেখ করেছেন, সমাজতান্ত্রিক নতুন গ্রাম বিনির্মাণের ক্ষেত্রে প্রথমে আধুনিক কৃষি উন্নত করতে হবে, অব্যাহতভাবে কৃষির কাঠামো সুবিন্যস্ত করতে হবে, সক্রিয়ভাবে পশুপালন শিল্প উন্নত করতে হবে, গ্রামাঞ্চলের দ্বিতীয় ও তৃতীয় শিল্প উন্নয়ন জোরদার করতে হবে, বিশেষ করে কৃষিজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ উন্নত করতে হবে।

 হোনান প্রদেশের প্রতিনিধি ছাও চিয়া ফু হচ্ছেন হুয়াং ইং গৃহপালিত পশু শিল্প গোষ্ঠীর প্রেসিডেন্ট । এই কোম্পানি হচ্ছে বিরাটাকারের একটি হাঁস-মুরগীজাত খাদ্যের প্রক্রিয়াকরণ শিল্পপ্রতিষ্ঠান। বর্তমানে এর উত্পাদন মূল্য ১০ বিলিয়ন ইউয়ান রেনমিনপির বেশি। তিনি মনে করেন, কৃষকদের আয় বাড়ানোর জন্য কৃষির শিল্পায়নের সমস্যা জরুরীভাবে সমাধান করা, কৃষিজাত দ্রব্যের সরবরাহ এবং বিক্রয় ব্যবস্থা প্রতিষ্ঠা করা দরকার। তিনি বলেছেন, "আমি মনে করি, ব্যাপক কৃষকদের জমি-নির্ভর অবস্থা থেকে মুক্ত করাটা হচ্ছে সমাজতান্ত্রিক নতুন গ্রাম বিনির্মাণের এক মূল উপায় , তারপর কৃষি শিল্পায়ন অর্থাত্ উত্পাদন, সরবরাহ ও বিক্রয় এমন নিরন্তর লাইন প্রতিষ্ঠিত হবে। নাহলে ব্যক্তিগত কৃষি অর্থনীতিতে কৃষির শিল্পায়ন বাস্তবায়িত হবে না, বেশি বেশি কৃষক লাভ পাবে না। ১৯৯৩ সাল থেকে আমাদের কোম্পানির অধীনে কৃষক পরিবার কেবল ভালোভাবে হাঁসমুরগী পালন করে, কিন্তু বিপননের দিকে নজর দেবার প্রয়োজন হয় না। কৃষকদের আয় স্থিতিশীল। তাঁরা অতীতের সাধারণ কৃষক থেকে বর্তমানে শ্রমিকে পরিণত হয়েছেন। কৃষিকর বাতিল করা খুব ভালো, কিন্তু কৃষির শিল্পায়নের ভুমিকা আরো বিরাট। কেন্দ্রীয় সরকারের কৃষির শিল্পায়নের জন্য নীতি, অর্থ এবং কৌশলের দিকে আরো বেশি সমর্থন দেয়া উচিত। তাহলে সমাজতান্ত্রিক নতুন গ্রাম বিনির্মাণের গতি আরো দ্রুত হবে।