 দক্ষিণ কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী ইউ মিউং হোয়ান ২১ এপ্রিল বলেছেন, দক্ষিণ কোরিয়া যথাসাধ্য দিয়ে নিজের অর্থনৈতিক অঞ্চলে জাপানের জরিপ রোধ করবে, তথা প্রয়োজনে বলপ্রয়োগ করবে। একইদিন জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়াচি শোতারো দক্ষিণ কোরিয়ায় গিয়ে ইউ মিং ভানের সঙ্গে বৈঠক করবেন।
ইউ মিউং হোয়ান একইদিন বলেছেন, জাপানের লক্ষ্য হচ্ছে দোকদোকে বিকর্তিত সামুদ্রিক অঞ্চলে পরিণত করা। দক্ষিণ কোরিয়া দোকদোর ওপর সার্বভৌমত্বের প্রশ্নে জাপানকে চাপ প্রয়োগ করতে অনুমতি দেবে না।
একইদিন ইয়াচি শোতারো বিতর্কিত সামুদ্রিক অঞ্চলে জরিপ সমস্যা সমাধানের জন্যে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন। তিনি বলেছেন, জাপান আন্তর্জাতিক আইন অনুসারে স্থিতিশীল ও আন্তরিকভাবে বৈঠক করবে এবং এই সমস্যা নিষ্পত্তির চেষ্টা চালাবে। খবরে প্রকাশ, জাপান সাক্ষাত্কালে সম্ভবত: বলবে যে, দক্ষিণ কোরিয়া জুন মাসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে দোক্ষিণ কোরীয় ভাষায় উল্লেখিত অঞ্চলের সমুদ্রের তলদেশের মানচিত্র না দিলে জাপান জরিপ পরিকল্পনা ত্যাগ করবে।
|