আফগানিস্তানের সংসদে ২০ এপ্রিল প্রেসিডেন্ট হামিদ কারজাই মনোনীত ২৫ সদস্যের মন্ত্রীসভার ওপর ভোট আয়োজিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীতিন জন মন্ত্রীর পদপ্রার্থী গৃহীত হয়েছে।
ভোটদানের ফলাফল অনুযায়ী রানগিন দাদফার স্পান্তা আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। জারার আহমাদ মুকবাল স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। রাষ্ট্রীয় প্রতিরক্ষামন্ত্রী আবদুল রাহিম ওয়ারদাক তাঁর পদে বহাল থাকবেন। অর্থনীতি, বাণিজ্য, পরিবহন, তথ্য , সংস্কৃতি, নারী কল্যাণ প্রভৃতি দপ্তরের পাঁচ জন মন্ত্রীর মনোনয়ন নাকচ করা হয়েছে।
তা ছাড়া, সংসদের সদস্যরা কিছু মন্ত্রী পদপ্রার্থীর নির্দিষ্ট অর্জিত ভোট সম্পর্কে ভিন্নমত পোষণ করেছেন বলে সংসদে অন্য একদিনে উল্লেখিত মন্ত্রীদের মনোনয়ন নিয়ে আবার আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এবারকার ভোট হচ্ছে গত বছরে আফগান সংসদের প্রতিষ্ঠার পর প্রথম বারের মতো তার মূখ্য অধিকার প্রয়োগ।
|