কোটে ডি-ভার শান্তি প্রক্রিয়া তত্ত্বাবধানকারী আন্তর্জাতিক কর্মগ্রুপ ২০ এপ্রিল কোটে ডিভার অর্থনৈতিক রাজধানী আবিদিয়ানে প্রকাশিত একটি ইস্তাহারে সংঘর্ষ লিপ্ত কোটে ডিভার সংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্দেশ্যে শান্তি প্রক্রিয়া সামনে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছে, যাতে কোটে ডিভায় পূর্বনির্ধারিত সময়সীমার মধ্যে ন্যায্য, অবাধ ও প্রকাশ্য প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন নিশ্চিত করা যায়।
ইস্তাহারে বলা হয়েছে, কোটে ডিভার অন্তর্বর্তিকালীন সরকারের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সশস্ত্র শক্তিকে নিরস্ত্র করা এবং নাগরিকদের সামাজিক মর্যাদা নিরূপনের কাজ চালানো। ইস্তাহারে কোটে ডিভার বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে উল্লেখিত কাজ যথাশীঘ্র ও সুষ্ঠুভাবে চালানোর জন্যে সাধ্যানুযায়ী প্রচেষ্টা চালানোর আহবান জানানো হয়েছে।
আন্তর্জাতিক কর্মগ্রুপ কোটে ডিভার সরকারী বাহিনী ও বিরোধী পক্ষের মধ্যে সামরিক সংলাপ স্থগিত হবার বিষয়ের উপর দৃষ্টি রাখছে। এই গ্রুপ আশা করে, দু'পক্ষ প্রধানমন্ত্রী চারলস কোনান বান্নির নেতৃত্বে যত তাড়াতাড়িসম্ভব বৈঠক পুণরুদ্ধার করবে এবং সশস্ত্র শক্তির নিরস্ত্রীকরণ পরিকল্পনার সঙ্গে জড়িত সামরিক সমস্যা আলোচনা ও কার্যকরী করবে।
|