দক্ষিণ কোরিয়া একজন সরকারী কর্মকর্তা ২০ এপ্রিল সিউলে বলেছেন, দক্ষিণ কোরিয়া ও জাপান কূটনৈতিক আলাপ-পরামর্শ করার সময়ে জাপান দোকদোর কাছাকাছি সামুদ্রিক অঞ্চলে জরিপ না করলে দক্ষিণ কোরিয়া জাপানের উপপররাষ্ট্রমন্তী ইয়াচি শোতারোকে দক্ষিণ কোরিয়া সফর করতে দেবে।
এই কর্মকর্তা স্বীকার করেছেন, জাপান ইতিমধ্যেই দক্ষিণ কোরিয়ার কাছে উপপররাষ্ট্রমন্ত্রী ২১ এপ্রিল ইয়াচি শোতারোর দক্ষিণ কোরিয়া সফরের লিখিত প্রস্তাব দিয়েছে। দু'পক্ষ জাপানের দোকদোর কাছাকাছি সামুদ্রিক অঞ্চলে জরিপ সমস্যা নিয়ে কূটনৈতিক আলোচনা করবে। দক্ষিণ কোরিয়ার সরকার জাপানের কাছে ইয়াচি'র দক্ষিণ কোরিয়া সফরের শর্ত আরোপ করেছে। তা হচ্ছে দু'দেশের কূটনৈতিক আলাপ-পরামর্শকালে জাপানকে দোকদোর কাছাকাছি সামুদ্রিক অঞ্চলে জরিপ তত্পরতা বন্ধ করতে হবে।
একইদিন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ইয়াচি'র সফরকালে দক্ষিণ কোরিয়া তাঁর কাছে নিজের দৃঢ় অধিষ্ঠান ও নীতি প্রকাশ করবে। সঙ্গে সঙ্গে দক্ষিণ কোরিয়া কূটনৈতিক উপায়ে এই বিরোধ সমাধানের প্রচেষ্টা চালাবে।
|