সোলোমোন দ্বীপুঞ্জে নির্বাচনী ডাঙ্গাহাঙ্গামা ২০ এপ্রিল নিয়ন্ত্রনে আনা হয়েছে । সোলোমোন দ্বীপুঞ্জ ত্যাগী প্রবাসী চীনা ও বিদেশী চীনারা অষ্ট্রেলিয়ার টাউনস্ভিলে পৌঁচেছেন।
অষ্ট্রেলিয়ায় চীনা দুতাবাস আর ব্রিসবেনস্থ কনসুলেটের কর্মকর্তারা বলেছেন , প্রথম কিস্তির ২২জন প্রবাসী চীনা ও চীনাজাত বিদেশী অস্ট্রেলিয়ার সামরিক পরিবহন বিমান যোগে ১৯ এপ্রিল রাতে টাউনসভিল শহরে পৌচেছেন । চীনা কনসুলেটের কর্মকর্তারা তাদের দেখতে গিয়েছেন । অন্য ১০জন প্রবাসী ও বিদেশী চীনা ২০ এপ্রিল নিউজিল্যান্ডের বিমানবাহিনীর বিমান যোগে সোলোমোন দ্বীপুঞ্জথেকে টাউনসভিলে পৌচেছেন ।
পাপুয়া নিউগিনিতে চীনা দুতাবাস সোলোমোনের পরিস্থিতির উপর নিবিড় দৃষ্টি রাখছে , সেখানকার প্রবাসী চীনা ও চীনাজাত বিদেশীদের সাহায্য করার চেষ্টা করছে এবং স্থানীয় সরকারের কাছে প্রবাসী চীনা ও বিদেশী চীনাদের নিরাপত্তা ও ধনসম্পত্তি রক্ষা করার তাগিদ দিয়েছে ।
|