যুক্তরাষ্ট্র সফররত চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ২০ এপ্রিল সন্ধ্যায়ওয়াশিংটনে মার্কিন মিত্র গোষ্ঠীগুলোর উদ্দেশ্যে " সার্বিকভাবে চীন-যুক্তরাষ্ট্র গঠনমূলক সহযোগিতা জোরদার করুন" শিরোনামে বক্তৃতা দিয়েছেন ।বক্তৃতায় তিনি সার্বিকভাবে চীন ও যুক্তরাষ্ট্রের গঠনমূলক সহযোগিতার সম্পর্ক উন্নয়নে ৬ দফা প্রস্তাব উত্থাপন করেছেন ।
তিনি বলেছেন , চীন অবিচলিতভাবে শান্তিপূর্ণ উন্নয়নেরপথ অনুসরণ করবে । চীনের সবচেয়ে জরুরী ও সবচেয়ে বাস্তব কর্তব্য হল , সর্বশক্তি দিয়ে অর্থনীতির উন্নয়ন সাধন এবং জনগনের জীবনযাত্রার মান উন্নত করা । চীনের শান্তিপূর্ণ আন্তর্জাতিক পরিবেশ প্রয়োজন।
হু চিনথাও বলেছেন , পারস্পরিক উপকারিতা ও সহযোগিতা চীন ও যুক্তরাষ্ট্রের সঠিক বিকল্প । দুদেশকে রণনৈতিক দৃষ্টিতে এবং পারস্পরিক উপকারিতা ও উভয়ের বিজয়ের চিন্তাধারা দিয়ে দুদেশের সম্পর্ক বিবেচনা করতে হবে , যাতে দুদেশের সম্পর্ক গঠনমূলক সহযোগিতার সম্পর্কের নির্ভুল পথ বেয়ে স্থিতিশীলভাবে বিকশিত হয় । এ জন্যে দীর্ঘস্থায়ী চীন-যুক্তরাষ্ট্র গঠনমূলক সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা সহ ৬ দফা প্রস্তাব উত্থাপন করেছেন ।
|