 ২০ এপ্রিল চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ওয়াশিংটনে আলাদা আলাদাভাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনী , সিনেটের অস্থায়ী স্পীকার টেড স্টিভেন্স ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা সহকারী স্টেফেন হাডলীর সঙ্গে বৈঠক করেছেন ।
চেনীর সঙ্গে বৈঠককালে হু চিন থাও বলেছেন , তিনি ও বুশ মনে করেন , চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বে গুরুত্বপূর্ণ দেশ । দু'দেশের ব্যাপক অভিন্ন কৌশলগত স্বার্থও আছে । নতুন আন্তর্জাতিক পরিস্থিতিতে দু'দেশের উচিত ২১ শতাব্দীতে চীন-মার্কিন গঠনমূলক সম্পর্ক ত্বরান্বিত করা এবং এশিয়া ও প্যাসিফিক অঞ্চল এবং বিশ্বের শান্তি , স্থিতিশীলতা ও সমৃদ্ধি ত্বরান্বিত করার জন্য নতুন অবদান রাখা ।
চেনী বলেছেন , তিনি চীন-মার্কিন রণনৈতিক সম্পর্ক স্থাপনের সমর্থন করেন ।

স্টিভেন্সের সঙ্গে বৈঠককালে হু চিন থাও বলেছেন , মার্কিন কংগ্রেসের সঙ্গে আদান-প্রদানের ওপর চীন গুরুত দেয় । তিনি আশা করেন দু'দেশের বেসরকারী আদান-প্রদান , দু'দেশের জনগণের পারস্পরিক উপলব্ধি ও মৈত্রী বাড়ানোর জন্য মার্কিন কংগ্রেস নতুন অবদান রাখবে ।
হাডলীর সঙ্গে বৈঠককালে হু চিন থাও বলেছেন , চীন-মার্কিন সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে , তা দু'দেশের জনগণ এবং বিভিন্ন দেশের জনগণের জন্য কল্যানকর ।
|