v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-21 10:53:06    
পেইচিংয়ে হুই জাতির উসু চর্চা

cri

    চীনের সংখ্যালঘু জাতিগুলোর মধ্যে হুই জাতি উসু চর্চা খুব পছন্দ করে । প্রাচীনকাল ধরে যেখানে হুই জাতি বাস করে , সেখানে উসু চর্চা খুব জনপ্রিয় । চীনের রাজধানী পেইচিংয়ে বহু উসু চর্চাকারী হুই জাতির লোকও আছেন । আজ এই অনুষ্ঠানে এ সম্বন্ধে আপনাদের কিছু বলছি আমি…

    পেইচিং মহানগরীর দক্ষিণাংশের নিউজে হুই জাতি অধ্যুষিত আবাসিক এলাকায় মিনজু নামে একটি উসু সমিতি আছে । সমিতির বহু সদস্য এই আবাসিক এলাকার অধিবাসী । যখন অবসর সময় বা ছুটি , তখন তারা উসু সমিতিতে সমবেত হয়ে উসু চর্চা করেন ।

    তাহলে হুই জাতির লোকেরা কেন উসু চর্চা পছন্দ করেন ? মিনজু উসু সমিতির একজন সদস্য চাং পিং বলেছেন , প্রাচীনকালে যুদ্ধের চাহিদা মেটানোর জন্য হুই জাতির লোকেরা অশ্বারোহণ করতেন , তীর নিক্ষেপ করতেন আর উসু চর্চা করতেন । তারা উসু চর্চাকে আত্মরক্ষা করার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে মনে করতেন ।

    প্রথমে হুই জাতির লোকদের উসু চর্চার উদ্দেশ্য নিজেকে রক্ষা করা ।

    বাবার প্রভাবে চাং পিং ছোট বেলা থেকে উসু চর্চা শুরু করেন । শিখতে শিখতে তিনি মোটামুটি উসুর সাধারণ নৈপুণ্য আয়ত্ত করলেন । সতের আঠার বছর বয়সে তিনি অধ্যবসায়ের সংগে উসু চর্চা করতেন না । যখন তার বয়স বিশাধিক ছিল , তখন তিনি প্রকৃতভাবে উসু পছন্দ করতে শুরু করলেন । তখন থেকে তিনি একাগ্রচিত্তে উসু চর্চা শুরু করেন । পরে পেইচিংয়ে অনুষ্ঠিত বেশ কয়েকটি উসু প্রতিযোগিতায় তিনি সাফল্য লাভ করেছেন । ফলে তার উসু চর্চার আগ্রহ আরো বেড়েছে ।

    চাং পিং একটি কোম্পানির ব্যবসা করেন । তিনি কাজে ব্যস্ত । কিন্তু তিনি উসু চর্চা ছাড়েন নি । অবসর সময় তিনি উসু চর্চা করে থাকেন ।

    চাং পিংয়ের মতো নিউজের মিনজু উসু সমিতির উপপ্রধান ইয়াং হোং লিয়াংও উসুর প্রতি একই ধরনের অনুরাগী । তার পরিবার পরিজন হুই জাতির কুস্তি চর্চা করেন । সুতরাং তিনি ছোট বেলা থেকে উসু চর্চা পছন্দ করেন । যখন তার বয়স বিশাধিক হল , তখন তিনি আনুষ্ঠানিকভাবে উসু চর্চা শুরু করলেন । প্রথম দিকে একঘেঁয়ে আর পরিশ্রমী বলে তিনি উসু চর্চা পরিত্যাগ করতে চেয়েছিলেন । কিন্তু উসু চর্চার নিয়ম আর নৈপুণ্য ধীরে ধীরে আয়ত্ত করার পর তিনি সুস্বাস্থ্যের জন্য উসু চর্চার উপকারিতা বুঝতে পেরেছেন । তিনি সংবাদদাতাকে বলেছেন ,

    উসু চর্চা সুস্বাস্থ্যের জন্য উপকারী । উ সু চর্চার মাধ্যমে তার শরীর সত্যি ভাল হয়েছে । এতে তার জীবনধারা বৈচিত্র্যময় হয়েছে আর তার প্রকৃতিও পরীক্ষায় পরিশীলিত হয়েছে । তিনি বহু মূল্যাবান শিক্ষা পেয়েছে ।

    ইয়াং হোং লিয়ানসহ নিউজের উসু চর্চাকারীরা সাধারণতঃ পাই ইউয়ান থুং বেই নামে হুই জাতির ঐতিহ্যিক ও বিখ্যাত এক ধরণের বক্সিং চর্চা করেন । এই জাতের উসু প্রসংগে নিউজে মিনজু উসু সমিতির প্রতিষ্ঠাতা চাং কুই চেনের কথা উল্লেখ না করলে চলে না । চাং কুই চেন তো উপরে উল্লেখিত চাং পিংয়ের বাবা । তিনিও ইয়াং হোং লিয়ানের গুরু , একজন বিখ্যাত উসু চর্চাকারী । চাং কুই চেন পেইচিংয়ের নিউজেতে জন্ম গ্রহণ করেন । তিনি ১১ বছর বয়সে উসু চর্চা শুরু করেন । নিরলস চর্চার দরুণ তিনি উসু মহলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন ।

    চাং কুই চেনের যৌবনকালে পাইইউয়ানতুংবেই বক্সিং শেষ হয়ে যাচ্ছিল । তিনি অন্যান্য উসু চর্চাকারীদের সংগে মিলে ৩০ বছর ধরে প্রচেষ্টা চালিয়ে শেষ হয়ে যাওয়া এই বক্সিংয়ের সকল তত্ত্ব ও নৈপুণ্য পুরোপুরি আয়ত্তকরেছেন । পুঙ্খানুপুঙ্খ সংশোধনের ভিত্তিতে এই বক্সিংয়ের সকল কৌশল আর নৈপুণ্য আবার তুলে ধরা হয়েছে । তা ছাড়া চাং কুই চেন এই বক্সিংয়ের জন্য ব্যাখ্যা আর অভিজ্ঞতামূলক একটি গ্রন্থও রচনা করেছেন । এটা এই ধরনের বক্সিংয়ের সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ।

    এই বক্সিং সম্প্রসারণের জন্য চাং কুই চেন বহু অল্পবয়সীদের প্রশিক্ষণ দিতে আগ্রহী । চীনের হুই জাতির একটি নিয়ম অনুযায়ী , হুই জাতির উসু বাইরের লোকদের শেখানো নিষিদ্ধ । কিন্তু তিনি যেমন এই ধরনের বক্সিং সমগ্র দেশের বিভিন্ন জাতির লোকদের শিখিয়েছেন , তেমনি আরো বেশি বিদেশী শিশ্যকে প্রশিক্ষণ দেয়ার জন্য তিনি জাপান ও দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন । যদিও চাং কুই চেন গত বছর মারা গেছেন , কিন্তু চীনা জাতির উসু সম্প্রসারণের জন্য তিনি যে অবদান রেখেছেন , তা ব্যাপক জনসাধারণের সমাদর পেয়েছে । পেইচিং উসু অনুশীলন ফেডারেশনের অধীনস্থ তুংবেই বক্সিং সমিতির ভাইস চেয়ারম্যান চাং সিং পিংও চাং কুই চেনের শিশ্য । যদিও তিনি একজন হান জাতির লোক , কিন্তু তার গুরু নিঃস্বার্থভাবে এই বক্সিংয়ের সকল কৌশল আর নৈপুণ্য তাকে শিখিয়েছেন । চাং কুই চেন মৃত্যু বরণ করার পর চাং সিং পিং বরাবরই তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন । তিনি বলেছেন ,

    আমার শিক্ষাদাতা হিসেবে উসু ব্রত সম্প্রসারণের জন্য চাং কুই চেনের অবদান অসাধারণ । তার উদ্যোগে মিনজু উসু সমিতি প্রতিষ্ঠিত হওয়ায় সাংগঠনিক দিক থেকে উসু ব্রত একটি নিশ্চয়তা পেয়েছে । ভবিষ্যতে মিনজু উসু সমিতি অটুট থাকবে এবং পাইইউয়ানথুংবেই বক্সিংও উত্তরাধিকার সূত্রে গ্রহণ করা যাবে ।

    এখন চাং কুই চেনের ছেলে আর শিশ্যরা তার উসু চর্চা বিষয়ক তত্ত্ব ও নৈপুণ্য সম্প্রসারিত করতে চেষ্টা করছেন । উসু সম্প্রসারণের জন্য তারা বহু শিশ্যকে শেখান । আজ নিউজে আবাসিক এলাকায় সর্বত্রই উসু চর্চাকারী দেখা যায় । তাদের মধ্যে বহু লোক নানা রকম উসু প্রতিযোগিতায়ও অংশ নেন ।

    নিউজে আবাসিক এলাকার কার্যালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি মাদাম মেং ইং বলেছেন ,

    তারা চীনের উসু সম্প্রসারণের জন্য যথাযোগ্য ভূমিকা পালন করেছেন । এর সংগে সংগে তারা নিউজের হুই জাতির লোকদের জন্য বিরাট অবদান রেখেছেন । তারা নিউজের মুসলমানদের উসু ও সংস্কৃতি উত্তরাধিকার সূত্রে গ্রহণ করেছেন আর তা আরো সম্প্রসারিত করেছেন ।

    গত কয়েক বছরে পুরানো আবাসিক এলাকার পুনর্গঠনের জন্য নিউজের পরিবেশের অনেক পরিবর্তন হয়েছে । কিন্তু নিউজের উসু চর্চাকারীরা বংশপরম্পরায় মুসলমান হুই জাতির সংস্কৃতি উত্তরাধিকার সূত্রে গ্রহণ করবেন ।