যার সদর দপ্তর সিরিয়ায় সেই ফিলিস্তিনী সংস্থা গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক নায়েফ হায়াটমেহ ২০ এপ্রিল বলেছেন, অন্যান্য ফিলিস্তিনী সংস্থা রাজী হবে কি না, তা যাই হোক না কেন, গণতান্ত্রিক ফ্রন্ট হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকারে যোগ দেবে।
একই দিন সিরিয়ার টি ভি কেন্দ্র হায়াটমেহের উদ্ধৃতি দিয়ে বলেছে, হামাস সরকার হচ্ছে ফিলিস্তিনী জনগণের বাছাই, তিনি ফিলিস্তিনের ভূ-ভাগে বসবাসকারী ফিলিস্তিনীদের প্রতিনিধিত্ব করেন। হায়াটমেহ সকল পক্ষের উদ্দেশ্যে হামাস সরকার সমর্থন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের কোনো একটি সংস্থার গঠিত সরকার বাইরের চাপ মোকাবিলা করতে পারে না। তিনি আশা করেন ফিলিস্তিন একটি সার্বিক জাতীয় যৌথ সরকার প্রতিষ্ঠা করবে, যাতে এক সঙ্গে এই চাপ মেকাবিলা করা যায়।
|