২০ এপ্রিল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লহ গুল ও সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুর্শিদ কাসুরি আংকারায় কূটনৈতিক উপায়ের মাধ্যমে দিন দিন উত্তেজনাময় হয়ে উঠা ইরানের পরমাণু সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছেন।
বৈঠকের পর অনুষ্ঠিত যৌথ সাংবাদিক সম্মেলনে গুল বলেন, ইরানের আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার সঙ্গে একশ' শতাংশের সহযোগিতা করার দায়িত্ব রয়েছে। তুরস্ক সাধ্যানুযায়ী প্রচেষ্টা চালাবে, যাতে ইরানের পরমাণু সমস্যা শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে সমাধান করা যায়।
কাসুরি বলেছেন যে, পাকিস্তান ইরানের পরিস্থিতির অনিশ্চয়তা দেখতে চায় না, এবং সংলাপ ও কূটনৈতিক উপায়ের মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার পক্ষপাতী ।
|