চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ২০ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীন সার্কের পর্যবেক্ষক হলে চীন ও দক্ষিণ এশিয় দেশগুলোর সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত হবে।
সার্কের পররাষ্ট্র সচিবদের নিয়মিত অধিবেশন সম্প্রতি শেষ হয়েছে। অধিবেশনে প্রতিনিধিরা চীন ও জাপান সার্কের পর্যবেক্ষক হওয়ার নির্দেশক নীতি অনুমোদনের বিল খসড়া করেছেন এবং মৌলিকভাবে দক্ষিণ কোরিয়া আর যুক্তরাষ্ট্রকে পর্যবেক্ষকের মর্যাদা দিতে রাজি হয়েছেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে ছিন কাং বলেছেন, চীন একে স্বাগত জানায় এবং আশা করে যথাশীঘ্রই সংশ্লিষ্ট কার্যপ্রণালী সম্পন্ন হবে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব চীন সার্কের আনুষ্ঠানিক পর্যবেক্ষক হতে পারে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা, অব্যাহতভাবে বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতার নতুন পদ্ধতি আলোচনা করা , মিলিতভাবে উন্নয়ন ও সমৃদ্ধি বাস্তবায়নের জন্য চীন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে মিলিত প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
|