v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-20 21:00:31    
বিশ্বের আরেক উত্তরাধিকারঃ লোংমেন প্রস্তরগুহা

cri
    লোইয়াং মধ্য চীনের হোনান প্রদেশে অবস্থিত একটি পুরাতন শহর। লোইয়াং চীনের সভ্যতার উত্পত্তিস্থলগুলোর অন্যতম। আজকের এই আসরে আপনাদের এই শহরের অদ্বিতীয় আকর্ষণ অনুভব করতে নিয়ে যাচ্ছি।আপনারা এই শহরের দুটো বিখ্যাত জিনিস দেখতে পারবেন। একটি হল ১৫০০ বছরের ইতিহাসসম্পন্ন লোংমেন পাথর গুহা , আরেকটি হল বর্ণিল সুরভিত ফুলের সমারোহ।

    লোংমেনপাথর গুহা লোইয়াং শহরের দক্ষিণ দিকের ১৩ কিলোমিটার দূরের জায়গায় অবস্থিত। এই পাথর গুহার দুই পাশে দুটো বিরাট পাহাড় মুখোমুখি দাঁড়িয়ে। ইহো নামে একটি নদী এ দুটো পাহাড়ের মাঝখানে প্রবাহিত হয়। এই পাহাড়ের চার দিকের দৃশ্য চিত্তার্কষক। এই পাথর দেখতে মেনচিয়ের মতো, তাই এই গুহাকে 'ই চিয়ে' বলা হয়। চীনের ঠাং রাজবংশের পর সাধারণত তাকে 'লনমেন' বলা হয়। এখানকার দৃশ্য চিত্তার্কষক এবং আবহাওয়া মরনোম। তাই পযর্টকদের পক্ষে এই জায়গা একটি আদর্শ জায়গা। যেখানে লনমেন পাথর গুহা অবস্থিত সেখানকার পাথরের গুণমান শ্রেষ্ঠ। সুতরাং প্রাচীনকালের মানুষ এখানে গুহা খনন করতে আসতেন। অতীতে চীনের রাজাকে ড্রাগন বলে গণ্য করা হত। সুতরাং লোকেরাএই জায়গাকে লনমেন ডাকে। লনমেনের পূর্ব আর পশ্চিম দিকের দুটো পাহাড়ের প্রায় এক কিলোমিটার বিস্তৃতখাড়ে ২৩০০টিরও বেশী গুহা খনন করা হয়েছে। এ সব গুহাতে এক লক্ষও বেশী সুক্ষ বুদ্ধ-মুর্তি খনন করা হয়েছে। যারা লনমেন পাথর গুহাতে পরিদর্শন করতে আসেন তাদের মনে প্রায় প্রশ্ন উঠে যে, কেন পাহাড়ের খাড়ে এ সব বুদ্ধ মুর্তি খনন করা হয়?

    জানা গেছে, পঞ্চম শতাব্দীর শেষ দিকে চীনের উত্তর ভিয়ে রাজবংশের রাজা বুদ্ধ ধর্মে বিশ্বাস করতেন। তখন একটি কথা খুব প্রচলিত হত । এই কথা হল এই যে, মানুষ যত বেশী বুদ্ধ মূর্তি তৈরী করে বুদ্ধের কাছ থেকে তত বেশী প্রতিদান পেতে পারেন। সুতরাং উত্তর ভিয়ের রাজা বিরাট মাত্রায় বুদ্ধ মূর্তি খনন করতে সিদ্ধান্ত নেন। এখানকার পাথর অন্যান্য জায়গার চাইতে মজবুত বলে পাথর গুহা এখানে বাছাই করার প্রধান কারণ।

    যদি উত্তর ভিয়ে আর ঠান রাজবংশের ভিন্ন বুদ্ধ মূর্তির শৈলী দেখতে চান তাহলে আপনি প্রথমে বিনইয়াং গুহা দেখতে চান। বিনইয়াং পাথর গুহাতে একটি বড় এবং দুটো ছোট গুহা রয়েছে। এ সব গুহার খনন কাজ চীনের উত্তর ভিয়ে আমলে শুরু হয়। এ সব গুহা খনন করতে ২৪ বছর লেগেছে। তবে রাজ প্রাসাদে অভ্যত্থান ঘটার কারণে এ তিন গুহার মধ্যে মাত্র একটি উত্তর ভিয়ে আমলে সম্পাদিত হয়। বাকী দুটো গুহা ঠান রাজবংশ আমলে সম্পাদিত হয়। লনমেন পাথর গুহার কর্মচার্রী মিস ইয়াং ঠিন বলেছেন, বিনইয়াংর তিনটি গুহা থেকে প্রতিপন্ন হয়েছে যে, দুটি যুগের শৈলী একেবারে ভিন্ন। তিনি বলেছেন,

    মানুষের পুজার জন্যএই গুহাতে যে বুদ্ধ স্থাপিত হয়েছে তা হল বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা সাকমনি। সাকমনির মুখ চিকন এবং গঠন লম্বা। এতে প্রতিপন্ন হয়েছে , উত্তর ভিয়ে আমলে যে সব বুদ্ধ মূর্তি তৈরী করা হয় সে সব মূর্তি প্রধানত চিকন আকারের। তবে ঠান রাজবংশের বুদ্ধ মূর্তি তৈরীর শৈলী মোটাসুটা । দুই যুগের দুটি শৈলী লনমেন পাথর গুহাতে পুরোপুরি প্রতিফলিত হয়েছে।

    বিনইয়াং গুহারের কাছে হুয়েউ গুহা অথার্ত দশ হাজার বুদ্ধের গুহা খুব বিখ্যাত । এই গুহা ঠান রাজবংশে তৈরী করা হয়। গুহার ভিতরের দুই পাশে মোট ১৫ হাজারটি ছোট বুদ্ধ মূর্তি খনন করা হয়। গুহার ভিতরে সবচেয়ে ছোট বুদ্ধ মূর্তি মাত্র ৪ সেন্টার মিটার উচু্। ঐতিহাসিক তথ্য অনুযারী হুয়েই গুহা লনমেন পাথর গুহার এক মাত্র গুহা যার খনন কাজ একটি মহিলার পরিচালিত সম্পাদিত হয়।

    হুয়েউ গুহা থেকে দক্ষিণ দিকে গেলে লোংমেন পাথর গুহারের সবচেয়ে বিখ্যাত ফনশিয়েন মন্দির। এই মন্দির আকার বিরাট। ওখানে সবচেয়ে বিখ্যাত বুদ্ধ মূর্তির উচ্চতা ১৭ মিটার।