চীনের সংস্কার ও উন্মুক্ততা ফোরাম আর মার্কিন রণনীতি ও আন্তর্জাতিক সমস্যা বিষয়ক গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত "চীনের শান্তিপূর্ণ উন্নয়ন পথ আর চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যত" শিলোনামে গোল টেবিল সম্মেলন ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত হয়েছে। পঞ্চাশাধিক চীনা ও মার্কিন বিখ্যাত বিশেষজ্ঞ দু'দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে বহু গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন।
চীনের সংস্কার ও উন্মুক্ততা ফোরামের চেয়ারম্যান চাং বি চিয়ান গোল টেবিল সম্মেলনে মূল বক্তব্য রেখেছেন। তিনি উল্লেখ করেছেন, চীনের শান্তিপূর্ণ উন্নয়ন পথের সবচেয়ে গভীর ও বাস্তব মর্ম হচ্ছে একবিংশ শতাব্দীর প্রথমার্ধে মানবজাতির বিভিন্ন সমসাময়িক সভ্যতার মিলনের সঙ্গে সঙ্গে চীনা সভ্যতার পুনরুদ্ধার । তিনি আরো জোর দিয়ে বলেছেন, চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যত এই দুটি মহা দেশের সংস্কৃতির বিনিময় এবং যোগাযোগের সঙ্গে জড়িত। চীন আশা করে, চীন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে আদান-প্রদান, পারস্পরিক উপকারিতা, সমন্বিত ও সহযোগিতামূলক মর্ম দিয়ে দু'দেশের সম্পর্কের ভবিষ্যত্ প্রতিষ্ঠা করবে।
|