চীনের জাতীয় বন ব্যুরোর বালি ঝড় প্রতিরোধ ও প্রতিকার কার্যালয়ের পরিচালক লিউ তুও ২০ এপ্রিল পেইচিংয়ে বলেছেন, চীন অব্যাহতভাবে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে, বিদেশী পুঁজি ও প্রযুক্তি আমদানী করবে, মিলিতভাবে বালি ঝড় প্রতিরোধ ও প্রতিকারের কাজ চালাবে।
সেই দিন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিউ তুও বলেছেন, ভূমির মরুকরণ প্রতিরোধ হচ্ছে আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগ বালি-ঝড়ের কোন রাষ্ট্রীয় সীমারেখা নেই, তাই এর প্রতিরোধের জন্যে গোটা পৃথিবীর মিলিত প্রচেষ্টা দরকার।
এই বছরে চীনের উত্তরাঞ্চল প্রায়ই বালি-ঝড় শিকার হয়েছে। পেইচিংয়ে একাধিক বার বালি-ঝড় হয়েছে। লিউ তুও বলেছেন, যদিও চীন বালি ঝড় প্রতিরোধ জোরদার করেছে, গাছগাছড়ার সংখ্যা বাড়িয়েছে, তবু বিদেশে আর দেশের ভিতরে বালির উত্স থাকার ফলে চীনের এককভাবে বালি-ঝড় নির্মূল করা সম্ভব নয়।
|