জাতিসংঘস্থ চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াংইয়া ১৯ এপ্রিল বলেছেন , চীন সর্বদাই জাতিসংঘকে কেন্দ্র করে গঠিত আন্তর্জাতিক সন্ত্রাস দমন সহযোগিতা সমর্থন করে , চীন "সন্ত্রাসবাদীদের অর্থসাহায্য রোধে আন্তর্জাতিকচুক্তি"র মাধ্যমে চুক্তিভূক্ত অন্যান্য সদস্যদেশের সঙ্গে সহযোগিতা করতে ইচ্ছুক ।
একই দিনে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ওয়াং কুয়াংইয়া মহা সচিব কফি আনানের কাছে চুক্তিটিতেচীনের অন্তর্ভুক্তির ইচ্ছাপত্রঅর্পণ করেছেন । তার পর সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন , সন্ত্রাসীতত্পরতা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে এক গুরুতর হুমকী । সন্ত্রাসী তত্পরতার অর্থের উত্স ছিন্ন করার গুরুত্ব আন্তর্জাতিক সমাজ দিন দিন উপলব্ধি করেছে । চুক্তিটি সম্পাদন করা এক্ষেত্রে আন্তর্জাতিক সমাজের এক গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।
|