২০ এপ্রিল চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের একটি অসম্পূর্ণ পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছর চীনে মোট ৪৭টি ব্যক্তিগত ব্যাংক ও অবৈধ বৈদেশিক মুদ্রা কেনা-বেচা কেন্দ্র উঠিয়ে দেয়া হয়েছে , এই সব ব্যক্তিগত ব্যাংক ও বেআইনী কেন্দ্রে প্রায় দশ বিলিয়ন ইউয়ান মূল্যের অর্থ লেনদেন করা হয়েছে । এই সব অবৈধ সংস্থা উঠিয়ে দেয়ার কল্যানে চীনের বৈদেশিক মুদ্রা বাজারের পরিবেশ আগের চেয়ে উন্নত হয়েছে ।
ব্যক্তিগত ব্যাংক হলো অবৈধ আর্থিক সংস্থা। এই সব সংস্থায় প্রধানতঃ বেআইনীভাবে বৈদেশিক মুদ্রা বিনিময় করা হয় । সাম্প্রতিক বছরগুলোতে ব্যক্তিগত ব্যাংকগুলোর সংখ্যা ক্রমেই বেড়েছে এবং চীনের অর্থ বিদেশে পাঠানো আর বিদেশের নকল পুঁজি চীনে প্রবেশের প্রধান উত্সে পরিণত হয়েছে । চীনের পুলিশ বিভাগ , কেন্দ্রীয় ব্যাংক ও বিদেশী মুদ্রা পরিচালনা বিভাগ মিলিতভাবে এই সব অবৈধ কেন্দ্র উঠিয়ে নেয়ার ব্যবস্থা নিয়েছে ।
পুলিশ পক্ষ জানিয়েছে , আইন অনুসারে শিল্পপ্রতিষ্ঠান ও নাগরিকদের বেআইনীভাবে বিদেশী মুদ্রা কেনা- বেচার অর্থ বাজেয়াপ্ত করা হবে ।
|