চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র চেং চিং ফিং ২০ এপ্রিল পেইচিংয়ে বলেছেন , এ বছরের প্রথম তিন মাসে চীনের জি ডি পির মোট মূল্য ছিল ৪.৩৩ট্রিলিয়ন ইউয়ান , এটা গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ১০.২ শতাংশ বেশী । রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের আয়োজিত একটি তথ্য জ্ঞাপন সভায় মুখপাত্র চেং চিং ফিং এই তথ্য জানিয়েছেন । তিনি আরো বলেছেন , এ বছরের প্রথম তিন মাসে চীনের কৃষি উত্পাদনের পরিস্থিতি ভালো , খাদ্যশস্যের চাষ জমি বেড়েছে , শিল্প উত্পাদন ও বৈদেশিক বাণিজ্যের বৃদ্ধি দ্রুত হয়েছে , রপ্তানির বৃদ্ধিহার কিছুটা হ্রাস পেয়েছে ।
চেং চিং ফিং আরো বলেছেন , সাম্প্রতিক বছরগুলোর অর্থনৈতিক উন্নয়নের উপাত্তের তুলনায় এ বছরের প্রথম তিন মাসের অর্থনৈতিক প্রবৃদ্ধি সীমিত । চীন শুধু অর্থনীতির দ্রুত গতি চায় না , উপরন্তু অর্থনীতির টেকসই উন্নয়ন সম্পদের কার্যকর ব্যবহার ও পরিবেশ রক্ষার উপর বেশী গুরুত্ব দিচ্ছে ।
|