প্রথম "তাইওয়ান-হংকং ফোরাম" ১৯ এপ্রিল হংকংয়ে অনুষ্ঠিত হয়েছে। এই ফোরামের প্রসঙ্গ হচ্ছে পুঁজি বিনিয়োগ, আর্থিক ব্যবস্থাপনা এবং পর্যটন প্রভৃতি ক্ষেত্রে তাইওয়ান আর হংকংয়ের মধ্যে গভীর মত বিনিময় করা। চীনের কুওমিংটাং পার্টির ভাইস চেয়ারম্যান চিয়াং বিন কুন ফোরামে বক্তৃতা দানকালে বলেছেন, মূলভূভাগের সংস্কার ও মুক্তদ্বার নীতির কল্যাণে তাইওয়ান প্রণালীর দু'পার আর হংকংয়ের অর্থনৈতিক ও বাণিজ্যিক ত্রি-পক্ষীয় লাভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক কয়েক বছরে তাইওয়ান কর্তৃপক্ষ দু'পারের অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদান তত্পরতা সীমাবদ্ধ করেছে । কিন্তু "মূলভূভাগ আর হংকংয়ের আরো ঘনিষ্ঠ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার বন্দোবস্ত" গভীরভাবে কার্যকরী হওয়ায় তাইওয়ানের ব্যবসায়ীদের হংকংয়ের মাধ্যমে মূলভূভাগের বাজারে প্রবেশের দৃশ্য দিনে দিনে প্রকট হয়েছে। দু'পারের মধ্যে হংকংয়ের প্রভাবকের ভূমিকা আরো স্পষ্ট হয়েছে।
সম্মেলনে অংশগ্রহণকারীরা বলেছেন, তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানগুলো মূলভূভাগের ব্যয়ের প্রাধান্য কাজে লাগিয়ে সেখানে উত্পাদন ঘাঁটি প্রতিষ্ঠা করতে পারে এবং হংকংয়ের আন্তর্জাতিক আর্থিক বাজারকে অর্থ সংগ্রহ করার প্লাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারে। মূলভূভাগের বাজার তাইওয়ান ও হংকংয়ের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য আন্তর্জাতিক পর্যায়ের শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হওয়া এবং নতুন শিল্প উন্নয়নের জন্যে সুবর্ণ সুযোগ যোগাতে পারে।
|