সাম্প্রতিক কয়েক দিনে প্রবাসী চীনা ও চীনাজাত বিদেশীরা তাইওয়ান প্রণালীর দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন সম্পর্কে ১৬ এপ্রিল চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাওয়ের উত্থাপিত চার দফা প্রস্তাবের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন।
চেক প্রজাতন্ত্রের চীনের শান্তিপূর্ণ একীকরণ উন্নয়ন কমিটির চেয়ারম্যান নি চিয়ান ১৯ এপ্রিল প্রাগে বলেছেন, সাধারণ সম্পাদক হু'র চার দফা প্রস্তাব তাইওয়ানের স্বদেশবাসীদের প্রতি মূলভূভাগের জনগণের আন্তরিকতা প্রকাশ করেছে, এতে যথাযথভাবে দু'পারের স্বদেশবাসীদের অভিন্ন আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে।
বুলগেরিয়ার শান্তিপূর্ণ পুনরেকীকরণ উন্নয়ন সমিতি ১৯ এপ্রিল প্রকাশিত বিবৃতিতে বলেছে, সাধারণ সম্পাদক হু'র উত্থাপিত চার দফা প্রস্তাব গভীরভাবে শান্তিপূর্ণ উন্নয়ন, অভিন্ন সমৃদ্ধির প্রসঙ্গ ব্যাখ্যা করেছে। মিলিতভাবে চীনা জাতিকে পুনরুদ্ধার করা হচ্ছে দু'পারের স্বদেশবাসীদের সংগ্রামের লক্ষ্য, ১৯৯২ সালের মতৈক্য হচ্ছে এই লক্ষ্য বাস্তবায়নের ভিত্তি।
তুরস্কের ইস্তান্বুলে কিছু প্রবাসী চীনাদের প্রতিনিধি ১৯ এপ্রিল বলেছেন, তাইওয়ান কর্তৃপক্ষকে এক চীন নীতি স্বীকার করতেই হবে এবং দু'পারের শান্তি ও সমৃদ্ধি বিবেচনা করে চীনা জাতির সংহতির জন্য অনুকূল কাজ করতেই হবে।
|