ইরাকের সংসদের ভারপ্রাপ্ত স্পীকার আদনান পাছাছি ১৯ এপ্রিল ঘোষণা করেছেন, ইরাকের সংসদ স্থানীয় সময় ২০ এপ্রিল বিকাল চারটায় অধিবেশন আয়োজন করবে, যাতে নতুন সরকারের প্রধান নেতৃবৃন্দের পদপ্রার্থী মনোনয়নের ব্যাপারে বিভিন্ন দলের মতভেদ দূর করা যায়।
নতুন সরকারের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী ইব্রাহিম আল-জাফারি তাঁর মনোনয়ন পরিত্যাগ করতে অস্বীকার করার পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। ১৯ এপ্রিল ইরাকে নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের পর জাফারি তথ্য মাধ্যমকে বলেছেন, ইরাকী সংহতি ইউনিয়ন তার মনোনয়নে অটল, তিনিও এই অধিকার পরিত্যাগ করবেন না। জাফারি উল্লেখ করেছেন, তিনি মনে করেন না যে, প্রধানমন্ত্রীর পদ পরিত্যাগ করা দেশের স্বার্থের জন্য হিতকর।
সংসদের বৃহত্তম পার্টি জোট, শিয়া সম্প্রদায়ের "ইরাকী সংহতি ইউনিয়ন" জাফারিকে নতুন সরকারের প্রধানমন্ত্রী মনোনীত করার প্রশ্নে ইরাকের বিভিন্ন পার্টিতে মতভেদ রয়েছে বলে মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া অচলাবস্থায় পড়েছে।
|