ইতালির সর্বোচ্চ আদালত ১৯ এপ্রিল বিকালে স্বীকার করেছে , রোমানো প্রোদির নেতৃত্বাধীন মধ্য ও বামপন্থী ইউনিয়ন যুদ্ধোত্তর ১৫তম সংসদের নির্বাচনে জয়ী হয়েছে ।
সেই দিন ইতালির সর্বোচ্চ আদালতের একটি বিবৃতিতে বলা হয়েছে, মধ্য ও বামপন্থী ইউনিয়ন সিলভিও বের্লুস্কোনির নেতৃত্বাধীন মধ্য ও ডানপন্থী ইউনিয়নের চেয়ে ২৪ হাজার ৭০০টি বেশি ভোট পেয়েছে বলে প্রতিনিধি সভায় অধিকাংশ আসন অর্জন করেছে। কিন্তু সর্বোচ্চ আদালত সিনেটের আসন প্রসঙ্গে ব্যাখ্যা করে নি। এর আগে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ফলাফল অনুযায়ী, মধ্য বামপন্থী ইউনিয়ন সিনেটে মধ্য ডানপন্থীর চেয়ে দুটি বেশি আসন পেয়েছে।
এরপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রোদি বলেছেন, সর্বোচ্চ আদালত রায় দেয়ার পর ইতালীর জনগণ আর আমাদের বিজয় নিয়ে সন্দেহ করবেন না। এখন আমরা একটি শক্তিশালী সরকার প্রতিষ্ঠা এবং ইতালির সম্মুখীন সমস্যাগুলো সমাধানের জন্য প্রয়াস করছি।
|