১৯ এপ্রিল নেপাল সরকার ঘোষণা করেছে যে , ২০ তারিখ ভোরে ২টা থেকে রাত ৮টা পর্যন্ত কাঠমান্ডু উপত্যকা এলাকায় কার্ফিউ জারি হবে, কোনো লোক এই আইন লঙ্ঘন করলে নেপালের সরকারী বাহিনী তার ওপর গুলিবর্ষণ করতে পারে ।
জানা গেছে , নেপালের বিরোধী পার্টি ২০ তারিখে বিশাল বিক্ষোভ মিছিল বের করার কথা ছিল ।
গত ৮ তারিখে বিরোধী পার্টির বিক্ষোভ মিছিল বাধা দেয়ার জন্য নেপাল সরকার কাঠমান্ডুতে কার্ফিউ জারি করেছিল ।
অন্য খবরে জানা গেছে , নেপাল সরকার ১৯ এপ্রিল বিরোধী পার্টির দু'জন নেতাকে মুক্তি দিয়েছে । একজন হলেন নেপালের সি পি এন ইউ এম এলের সম্পাদক মাধব কুমার নেপাল , অন্য একজন হলেন নেপালী কংগ্রেসের সম্পাদক পৌদেল । গত জানুয়ারী মাসে তাঁরা গ্রেফতার হয়েছে । নেপাল সরকার তাঁদেরকে মুক্তি দেয়ার কারণ ব্যাখ্যা করে নি ।
|