v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-20 12:27:41    
২১ এপ্রিল

cri

    ** মার্কিন-স্পেনীশ যুদ্ধ

    ১৮৯৯ সালে ২১ এপ্রিল মার্কিন-স্পেনীশ যুদ্ধ বাঁধে। পূঁজিবাদী সম্রাজ্যবাদী যুগে প্রবেশ করার পর এটা ছিল সম্রাজ্যবাদী প্রকৃতিসম্পন্ন যুদ্ধ। তখন অপেক্ষাকৃত পশ্চাত্পদ স্পেনের হাত থেকে নতুন উপনিবেশ ছিনিয়ে নেয়া যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ বাঁধানোর উদ্দেশ্য। কিউবা এবং বুডোলিগো প্রথমে যুক্তরাষ্ট্রের নজরে পড়ে। কারণ এ দুটো দেশ দুটো গুরুত্বপূর্ণ কাঁচা মাল উত্পাদনকারী দেশ। তা ছাড়া, এই দুটো দেশ উভয়ই রণনৈতিক স্থানে অবস্থিত। এই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আর স্পেনের মধ্যে যুদ্ধ এড়ানো যায় না। ১৮৯৮ সালের ১৫ এপ্রিল হাভানা বন্দরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজে অকস্মিক বিস্ফোরণ ঘটে। এই ঘটনা দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধানোর প্রধান কারণ। এই সামরিক সংঘর্ষ এড়ানোর জন্য স্পেন অনেক প্রচেষ্টা চালিয়েছিল। তবে তার সব প্রচেষ্টা ব্যর্থ হল। ১৮৯৮ সালের ২০ এপ্রিল যুক্তরাষ্ট্র স্পেনের কাছে চরমপত্র পাঠায়। নিরুপায় স্পেন অপোষ রফা করার সিদ্ধান্ত নিল। কিন্তু ২১ এপ্রিল যুক্তরাষ্ট্র হাঠাত সামরিক তত্পরতা নিল।

    ১৮৯৮ সালের ১০ ডিসেম্বর প্যারিসে দু দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

    ** পেইচিং অপেরার বিখ্যাত শিল্পী ফাং রুংসিয়াংয়ের মৃত্যু

    ১৯৮৯ সালের ২১ এপ্রিল পেইচিং অপেরার বিখ্যাত শিল্পী ফাং রুংসিয়াং পেইচিংয়ে মারা যান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

    চীনের পেইচিং অপেরা "প্রাচ্যের অপেরা" বলে অভিহিত হয় । তা পুরোপুরিই চীনা সংস্কৃতির মূল্যবান মুক্তা। পেইচিংয়ে এর জন্ম হয়েছে বলে পেইচিং অপেরা নামে পরিচিত । পেইচিং অপেরার রয়েছে দু শ'রও বেশি বছরের ইতিহাস । তার উত্পত্তি খুঁজে বের করতে হলে কয়েক ধরনের প্রাচীন স্থানীয় অপেরার কথার উল্লেখ করতে হবে , বিশেষ করে অষ্টাদশ শতাব্দিতে দহ্মিণ চীনে প্রচলিত "হুয়ে অপেরা"র কথার উল্লেখ করতে হবে । ১৭৯০ সালে সম্রাটের জন্মদিনের অনুষ্ঠানে অভিনয়ের জন্যে প্রথম হুয়ে অপেরার দল পেইচিংয়ে প্রবেশ করে । তারপর আরো কিছু সংখ্যক হুয়ে অপেরার দল অভিনয়ের জন্যে পেইচিংয়ে যায় । হুয়ে অপেরার দল মূলত ভ্রাম্যমান অভিনয় করে বেড়াতো এবং অন্যান্য অপেরার নাট্যকর্ম আর অভিনয় পদ্ধতি আহরণ করতে নিপুণ ছিল । যেহেতু এক সময়ে পেইচিংয়ে বহু সংখ্যক স্থানীয় অপেরার সমাগম ছিল , সেহেতু শিল্পকলার ক্ষেত্রে হুয়ে অপেরার দ্রুত উন্নতি হয়।

    উনবিংশ শতাব্দির শেষ দিক আরবিংশ শতাব্দির প্রথম দিকে কয়েক দশকের সংমিশ্রণের মধ্য দিয়ে পেইচিং অপেরার উদ্ভব ঘটে এবং চীনের সবচেয়ে বড় অপেরায় পরিণত হয় । নাট্যকর্মের সমৃদ্ধি , বড় বড় শিল্পী, অপেরা দলওঅনুরাগীদের সংখ্যাধিক্য আর প্রভাবের ব্যাপকতার দিক থেকে পেইচিং অপেরার স্থান চীনে প্রথম। পেইচিং অপেরা হচ্ছে একটি বহুমুখী অভিনয়ের শিল্পকলা। পেইচিং অপেরা গাওয়া , আবৃত্তি , অভিনয় , লড়াই আর নাচার মিশ্রণ করে নির্দিষ্ট পদ্ধতিতে কাহিনীর বর্ণনা করে এবং চরিত্রের অভিনয় করে ।

    পেইচিং অপেরার ভূমিকা প্রধনত চারটি বড় পেশায় বিভক্ত । সেগুলোহল শেং ( পুরুষ ) , তান ( মেয়ে ) , চিং ( পুরুষ ) আর ছৌ ( পুরুষ , মেয়ে উভয় ) । তাছাড়া আরো রয়েছে কতিপয় সহায়তাকরী পেশা । মুখের রং হচ্ছে পেইচিং অপেরার সবচেয়ে বৈশিষ্ট্যসপন্ন শিল্পকলা । মুখের রং থেকে চরিত্রের বিশ্বস্ততাআর বিশ্বাসঘাতকতা, সৌন্দর্য্যআর কুত্সিততা, নম্রতা আর হিংস্রতা এবং মর্যদা আর হেয়তার প্রদর্শন হতে পারে ।

    গত শতাব্দির বিশ-চল্লিশের দশক ছিল পেইচিং অপেরার উন্নয়নের দ্বিতীয় শীর্ষ পর্যায়। এইসময়পর্বে পেইচিং অপেরার সমৃদ্ধির নিদর্শন ছিল নানা রীতিনীতির শীর্ষ শিল্পীরআবির্ভাব। সবচেয়ে বিখ্যাত চারটি রীতিনীতির শীর্ষ শিল্পীর নাম হলো মেই লানফাং , শাং সিয়াওইয়ুন, ছেং ইয়ানছিউ আর সিয়ুন হুয়েশেং ।