v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-20 11:19:49    
চীনে অধ্যয়নরত বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যাকত?

cri
**চীনে অধ্যয়নরত বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যাকত?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহ জেলার ভ্রাতৃত্ব রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন রিজু

    উঃ পরিসংখ্যান অনুযায়ী, ২০০৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, ২০০৪ সালে মোট ১৭৮ টি দেশ থেকে ১ লক্ষ ১০ হাজার ৮৪৪ জন বিভিন্ন ধরনের বিদেশী ছাত্রছাত্রী চীনের ৩১টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল, কেন্দ্র-শাসিত মহানগরের(তাইওয়ান প্রদেশ, হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল ছাড়া) ৪২০টি বিশ্ববিদ্যালয়ে ও অন্যান্য শিক্ষা , বৈজ্ঞানিক গবেষণা সংস্থায় লেখাপড়া করে। এর মধে চীন সরকারের বৃত্তি পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ৬ হাজার ৭১৫ জন। নিজের খরচে বিদেশী ছাত্রছাত্রীর সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ১২৯ জন।

**ঢাকা থেকে সরাসরি খুনমিং যেতে, বিমান যোগে কত সময় লাগে?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের রাজশাহী জেলার বিসমিল্লাহ সুপার মার্কেটের মোহাম্মদ আব্দুর রহিম

    উঃ ২০০৫ সালের এপ্রিল মাসের প্রথম দিকে, চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বাংলাদেশে দুইদিনব্যাপী আনুষ্ঠানিক সফর করেছেন। সফরকালে দু'পক্ষ যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য মতৈক্যে পৌঁছেছে। পেইচিং থেকে খুনমিং পার হয়ে ঢাকা যাওয়া সরাসরি বিমান চালু হয়েছে। একই বছরের ১৮ মে চীনের পূর্ব এয়ার লাইনস কোম্পানি আনুষ্ঠানিকভাবে পেইচিং-খুনমিং-ঢাকা আন্তর্জাতিক এয়ার লাইন চালু হয়। এ হচ্ছে ১৯৮০ সালে চীন ও বাংলাদেশ দ্বিপাক্ষিক বেসামরিক বিমানচলাচল চুক্তি স্বাক্ষর করার পর প্রথমবার সরাসরি এয়ার লাইন । এই লাইনের দূরত্ব হচ্ছে ৩ হাজার ৫৪৫ কিলোমিটার এবং উড্ডয়নের সময় সাড়ে পাঁচ ঘন্টা। ঢাকা থেকে সরাসরি খুনমিং যেতে বিমান যোগে প্রায় দু'ঘন্টা সময় লাগে।

**চীনের সবচেয়ে ছোট শহরটির নাম কি?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘাসফুল বেতার শ্রোতা সংঘের প্রেসিডেন্ট এম এম জুয়েল

    উঃ চীনের সবচেয়ে ছোট শহর হচ্ছে আলশান শহর। ১৯৯৬ সালে রাষ্ট্রীয় পরিষদ জেলা পর্যায়ের শহর প্রতিষ্ঠার অনুমতি দেয়। আলশানের মোট আয়তন ৭ হাজার ৪০৮.৭ বর্গকিলোমিটার, লোকসংখ্যা ৫৬ হাজার। আলশান অভ্যন্তরীণ মঙ্গোলিয়া স্বশাসন অঞ্চলের সিংআনমেংয়ের অধীনে আছে। এটা হচ্ছে একটি নতুন উন্নীত সীমান্ত পর্যটন শহর।

**চা উত্পাদনে চীন বিশ্বের কততম স্থানে?

    প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহের সোনার বাংলা রেডিও ক্লাবের পরিচালক এ এইচ এম গোলাম রসূল

    উঃ ২০০৩ সালে বিশ্বের চা উত্পাদন ইতিহাসের সর্বোচ্চ। তা ছিল ৩১ লক্ষ ৫০ হাজার টন। এর মধ্যে চীনের চা উত্পাদন ৭ লক্ষ ৯১ হাজার টন বিশ্বের দ্বিতীয়। খাদ্য ও কৃষি সংস্থা বলেছে যে, ২০০৩ সালে আবহাওয়ার অবস্থা চায়ের জন্য খুব ভাল ছিল। এটা হচ্ছে চা উত্পাদন বাড়ার প্রধান কারণ। ২০০৩ সালে বিশ্বের চা উত্পাদনের পরিমাণ ২০০২ সালের চেয়ে ৭৫ হাজার টন বেড়েছে।