১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সিয়াটলে ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর ক্রিষ্টিন গ্রেগোইরের সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং মাইক্রোসফ্ট কোম্পানির সদর দপ্তর পরিদর্শন করেছেন ।
গর্ভনর গ্রেগোইরের সঙ্গে সাক্ষাত্কালে হু চিন থাও বলেছেন , বিভিন্ন ক্ষেত্রে চীন ও ওয়াশিংটন অঙ্গরাজ্যের সহযোগিতায় নতুন অগ্রগতি অর্জনের জন্য আমরা আশা করি ওয়াশিংটন অঙ্গরাজ্যের শিল্প ও বাণিজ্য মহলের বন্ধুরা চীনের সঙ্গে আদান-প্রদান আরো বাড়ানোর প্রচেষ্টা চালাবেন । একই দিন অনুষ্ঠিত একটি নৈশ ভোজে হু চিন থাও জোর দিয়ে বলেছেন , চীন ও যুক্তরাষ্ট্র নিজ নিজ দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার চেষ্টা করছে । বিশ্বশান্তি রক্ষা আর গোটা পৃথিবীর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে আমাদের অভিন্ন রণনৈতিক স্বার্থ আছে । যদি দু পক্ষ রণনৈতিক ও দূরদর্শী দৃষ্টিতে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অভিন্ন স্বার্থ বিবেচনা করে এবং পরস্পরকে সম্মান করে , তাহলে চীন ও যুক্তরাষ্ট্রের উভয়ের কল্যাণ অবশ্যই অর্জিত হবে ।
মাইক্রোসফ্ট কোম্পানির সদর দপ্তর পরিদর্শন করার সময় হু চিন থাও বলেছেন , চীন আইন প্রণয়ন ও কার্যকরী করার মাধ্যমে মেধাস্বত্ব রক্ষার প্রচেষ্টা চালাচ্ছে । চীনের সৃজনী শক্তি বাড়ানো আর উন্নয়ন ত্বরান্বিত করার জন্য মেধাস্বত্ব রক্ষা একান্ত প্রয়োজনীয় । চীন নিজের প্রতিশ্রুতি রক্ষা করবে । তিনি আরো বলেছেন , মাইক্রোসফ্ট কোম্পানি ও চীনের মধ্যে সহযোগিতা ভালো । দুদেশের সহযোগিতা আরো বাড়ানো উচিত , বিশেষ করে কর্মী প্রশিক্ষণ ক্ষেত্রের সহযোগিতা বাড়ানো উচিত । চীন আশা করে চীনে মাইক্রোসফ্ট কোম্পানির অর্থবিনিয়োগ আরো বাড়বে ।
|