v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-19 20:34:00    
শিক্ষা ও ক্রিড়ার অপূর্ব সমন্বয়--পেইচিংয়ের একটি আন্তর্জাতিক ক্রিড়া স্কুল

cri
    সাম্প্রতিক বছরগুলোতে চীনের ক্রিড়া দ্রুত উন্নত হচ্ছে , জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের সঙ্গে সঙ্গে লোকদের শরীর চর্চার উত্সাহও দিন দিন বাড়ছে । এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ক্রিড়া কেন্দ্রও প্রতিষ্ঠিত হচ্ছে । আমাদের খেলার জগত্ আসরে সবসময় ক্রিড়া ক্ষেত্রের বড় বড় তারকাদের পরিচয় দেয়া হয় । তবে সম্প্রতি আমরা পেইচিংয়ের "পটার্স হুইল" ক্রিড়া কেন্দ্রে সত্যি সত্যি ক্রিড়ার প্রকৃত আকর্ষণ অনুভব করি ।

    চীনে আনুষ্ঠানিকভাবে টেনিসের প্রসার এবং উন্নয়ন শুরু হয়েছে খুব দেরীতে । তবে এই অল্প সময়ের মধ্যে চীনে টেনিস খুব দ্রুতভাবে বিস্তৃত হয়েছে । চীনের টেনিস খেলোয়াড়রা বিভিন্ন রকমের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেক বার চ্যাম্পিয়ন হয়েছেন । তাও চীনের টেনিস ব্রতের উন্নয়ন ত্বারান্বিত করেছে । চীনাদের টেনিস শেখার উত্সাহও বেড়েছে । সুতরাং বিভিন্ন ধরনের ক্রিড়া কেন্দ্রও প্রতিষ্ঠিত হয়েছে । আজকে আমরা শ্রোতা বন্ধুদের কাছে যে পটার্স হুইল নামক ক্রিড়া কেন্দ্রের পরিচয় দিচ্ছি , তা হল একটি আন্তর্জাতিক ক্রিড়া কেন্দ্র , বিশেষ করে তা একটি আন্তর্জাতিক ক্রিড়া স্কুলও বটে । চীনের টেনিস উন্নয়নের পরিস্থিতি সম্পর্কে পটার্স হুইল ক্রিড়া কেন্দ্রের কর্মকর্তা ছাও চিয়ান সি বলেছেন :

    টেনিস হল বিশ্বে পাঁচটি বৃহত্তম ক্রিড়া প্রকল্পের অন্যতম। উন্নত দেশের চেয়ে চীনে একটু দেরীতে টেনিস বিকশিত হয়েছে । তা দেশের উন্নয়ন এবং অর্থনৈতিক ভিত্তির সঙ্গে সম্পর্কিত । কারণ টেনিস খেলতে চাইলে উচ্চ মানের পরিবেশের প্রয়োজন । দেশের অর্থনীতির মান উন্নত হওয়ায় চীনের ক্রিড়া সম্পর্কিত নীতিও অব্যাহতভাবে পরিবর্তিত হচ্ছে । খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বেসরকারী পুঁজি ক্রিড়া ক্ষেত্রে বিনিয়োগ বাধামুক্ত হয়েছে । এজন্যে ক্রিড়ার উন্নয়নও দ্রুত হয়েছে । অর্থনৈতিক উন্নয়ন , জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে চীনের বিশ্বায়নের কারণে চীনের টেনিসও উন্নত হবে । টেনিসের উন্নয়নের ভবিষ্যত খুব উজ্জ্বল ।

    চীনে টেনিসের দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে সুদক্ষ টেনিস খেলোয়াড়ের প্রয়োজনও দেখা যায় । চীনে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়ার ঐতিহ্যিক উপায় হল "দেশব্যাপী ব্যবস্থা" । সারা দেশে পরিকল্পনা অনুযায়ী কিছু ক্রিড়াবিদ সংগ্রহ করা হয় , তারপর তাদেরকে পেশাগত প্রশিক্ষণ দেয়া হয় । তবে চীনের সমাজ এবং ক্রিড়া অব্যাহতভাবে উন্নত হবার ধারায় এমন ব্যবস্থা ক্রমেই বিলুপ্ত হবে । বর্তমানে চীনে খেলোয়াড় প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা হল : ঐতিহ্যিক "দেশব্যাপী ব্যবস্থা" ও বিশ্ববিদ্যালয়ের "ক্রিড়া-শিক্ষা সমন্বয়" এবং সমাজের বেসরকারী পুঁজি বিইনয়োগের নতুন পরিস্থিতি । বেসরকারী পুঁজি ক্রিড়া ক্ষেত্রে বিনিয়োগে চীন উত্সাহ দেয় । ক্রিড়া নৈপূণ্য শিখানোর সঙ্গে সঙ্গে আরো বেশি সংশ্লিষ্ট জ্ঞানও শেখানো হচ্ছে। খেলোয়াড় প্রশিক্ষণ দেয়ার পদ্ধতিও আরো নমনীয় হয়েছে । এটিকে চীনের ক্রিড়া ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বলা যায় । একটি বেসরকারী ক্রিড়া কেন্দ্র হিসেবে পটার্স হুইল ক্রিড়া কেন্দ্র সাহসীকতার সঙ্গে প্রশিক্ষণের উপায় সংস্কার করেছে । আমরা সংবাদদাতারা সেখানে দেখেছি অনেক তরুণ খেলোয়াড় বিদেশি শিক্ষকের সঙ্গে মনোযোগ দিয়ে টেনিস শিখছে । পটার্স হুইল কেন্দ্রের প্রশিক্ষণ নীতি সম্পর্কে ছাও চিয়ান সি জানিয়েছেন :

    আমাদের ক্রিড়া কেন্দ্র উদার দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক পেশাগত টেনিস ও গল্ফ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে । সঙ্গে সঙ্গে যুবকদের মধ্যে আন্তর্জাতিক টেনিস প্রশিক্ষণ প্রসারিত করে এবং চীনের টেনিস উন্নয়ন ত্বরান্বিত করে । চীনে এমন কথা আছে , ছোট বয়সেই ভালোভাবে শিখাতে হবে । বিশেষ করে টেনিস খেলোয়াড়ের জন্য শিশুকাল থেকে আনুষ্ঠানিক ও পেশাগত প্রশিক্ষণ দেয়া তার পরের টেনিস জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাডাম ছাও চিয়ান সি সংবাদদাতাকে বলেছেন , এই ক্রিড়া কেন্দ্রের আন্তর্জাতিক ক্রিড়া স্কুলে অনেক বিখ্যাত বিদেশি শিক্ষক আছে । তাদের প্রশিক্ষণের উপায় খুব নমনীয় । ছাত্রছাত্রীরা সহজেই শিক্ষা গ্রহণ করতে পারে । ক্রিড়ার কোনো রাষ্ট্রীয় সীমানা নেই । টেনিসও একটি আন্তর্জাতিক ক্রিড়া প্রকল্প । ছোট থেকে শিশুকে আন্তর্জাতিক প্রশিক্ষণ দেয়া তাদের সামর্থ্যের বিকাশে সহায়ক হবে । এই পর্যন্ত কেন্দ্রের কয়েকজন তরুণ খেলোয়াড় দেশ-বিদেশের বিভিন্ন রকমের প্রতিযোগিতায় অনেক বার চ্যাম্পিয়ন হয়েছে ।

    সম্প্রতি চীনের ক্রিড়া মহলের লরেন্স পুরস্কার বিতরণ হয়েছে । এবার প্রথম দেশের ঐতিহ্যিক প্রশিক্ষণ ব্যবস্থার বাইরের খেলোয়াড় এই লরেন্স পুরস্কার পেয়েছেন । উল্কার গতিতে বিকাশমান আজকের ক্রিড়ায় মানুষ খেলোয়াড় প্রশিক্ষণের নতুন উপায় খুঁজছে । আমরা আশা করি চীনের ক্রিড়া ব্রত আরো দ্রুত এবং আরো ভালোভাবে উন্নত হতে পারবে । চীনের খেলোয়াড়রা আরো বেশি পুরস্কার পাবেন ।