সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের সুরের ভুবন পরিবেশন করছি আমি আপনাদের বন্ধু লিলি। আজকের অনুষ্ঠানে আমি "প্রাচীন আর আধুনিক" নামে ঘোড়ার মাথাযুক্ত বেহালা সিডি সংকলনের কয়েকটি সঙ্গীতকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। প্রথমে " রাজহংস" নামে এই বিশেষ বেহালা সঙ্গীত শুনবেন আপনারা। তা মঙ্গোলীয় জাতির লোকসঙ্গীত অনুসারে রচিত। চীনের ঘোড়ার মাথাযুক্ত বেহালার তরুণ বাদক চাওলুন এই সঙ্গীত পরিবেশন করেন। বুনো রাজহংস হচ্ছে ম ঙ্গোলীয়দের মনে সৌন্দর্যের দূত। তাঁদের জন্য রাজহংসই যাবতীয় সুন্দর জিনিসের নিদর্শন। এই সঙ্গীত আবেগপূর্ণ সুরের মাধ্যমে মঙ্গোলীয় জাতি জনগণের সূক্ষ্ম অনুভূতি প্রকাশ পায়।
ঘোড়ার মাথাযুক্ত বেহালা হচ্ছে চীনের উত্তরাঞ্চলের সংখ্যালঘু মঙ্গোলীয় জাতির এক রকম বৌড স্ট্রিন্ড বাদ্যযন্ত্র। তার গলার উপরে ঘোড়ার মা থার মুর্তি খোদাই করা হয় বলে "ঘোড়ার মাথাযুক্ত বেহালা" এই নাম দেয়া হয়েছে। তার ধ্বনি সুগভীর, সুন্দর ও উদার। ঘোড়ার মাথাযুক্ত বেহালার উদ্ভব হওয়ার পর থেকে তা মঙ্গোলীয় জনগণের পছন্দের বাদ্যযন্ত্রে পরিণত হয় এবং ব্যাপকভাবে প্রচলিত হয়। ঘোড়ার মাথাযুক্ত বেহালা ধাপে ধাপে তাঁদের সাংস্কৃতিক জীবনের প্রয়োজনীয় অংশে পরিণত হয়।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা এখন যে সঙ্গীত শুনছেন তার নাম হচ্ছে নুওএনজিইয়া। "প্রাচীন আর আধুনিক"নামে এই সিডি সংকলনে ঘোড়ার মাথাযুক্ত বেহালার মোট ১৪টি আদর্শ সঙ্গীত অন্তর্ভুক্ত হয়। এ সব সঙ্গীত মঙ্গোলীয় লোকসঙ্গীত ও আধুনিক গান অনুসারে রূপান্তরিত করা হয়। "নুওএনজিইয়া"নামে ঘোড়ার মা থাযুক্ত বেহালা সঙ্গীতের সুর সুন্দর ও মনোগ্রাহী। একজন মেয়ে যে দূরদূরান্তে গিয়ে বিয়ে করেছেন, জন্মভূমি ও আপনজনের প্রতি তাঁর অনুভূতি প্রকাশ পায় সঙ্গীতে। আচ্ছা, শ্রোতাবন্ধুরা, পুরো সঙ্গীতটি শুনবো আমরা।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, পরে আমরা একসাথে এই সিডি সংকলনের আরেকটি সঙ্গীত উপভোগ করবো। নাম হচ্ছে "সুন্দর তৃণভূমি, আমার বাড়ি"। সঙ্গীতে তৃণভূমির সুন্দর দৃশ্য ও রাখানদের সুখী জীবন বর্ণনা করা হয়। সঙ্গীতে বর্ণনা করা নীল আকাশ, সাদা মেঘ, ফুল ও চারণভূমি একটি সম্প্রীতিমূলক দৃশ্য গড়ে তুলে। আচ্ছা, এখন সঙ্গীতটি শুনবো আমরা।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি "দাকুলা"নামে একটি ঘোড়ার মাথাযুক্ত বেহালা সঙ্গীত শোনাবো। চীনের বিখ্যাত ঘোড়া র মাথাযুক্ত বেহালা বাদক ছি বাওলিকাও এই সঙ্গীত পরিবেশন করেন। তাঁর চল্লিশ বছরেরও বেশি দীর্ঘ শৈল্পিক জীবনে তিনি ঘোড়ার মাথাযুক্ত বেহালা বাজানোর কলাকৌশলের উত্কর্ষ সাধন করেন এবং ঘোড়ার মাথাযুক্ত বেহালার সংস্কার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। "দাকুলা" হচ্ছে একটি প্রেমের গান। সঙ্গীতে নিজেদের ভাগ্যের প্রতি মানুষের অনুভূতি প্রকাশ পায়।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের সুরের ভুবন এখানেই শেষ হল। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন।
|