জাপানের সংবাদ মাধ্যম সম্প্রতি চীনের প্রেসিডেন্ট হু চিন থাও'য়ের মার্কিন সফর নিয়ে খবর প্রকশ করেছে। তাদের মতে হু চিন থাওয়ের এবারকার সফর দু'পক্ষের অর্থনৈতিক ক্ষেত্রের মিলিত উন্নয়ন এবং চীন মার্কিন সম্পর্ক ত্বরান্বিত করবে।
জাপানের কিয়োতো সংবাদ সংস্থা ১৯ এপ্রিল হু চিন থাওয়ের সিয়াটল সফর এবং মাইক্রোসফ্ট কম্পানির সফরের খবর প্রকাশ করেছে। তাদের খবরে প্রকাশ, চীন মেধাস্বত্ব সুরক্ষা সমস্যায় বেআইনি প্রকাশনার বিরোধিতা করে মেধাস্বত্বপ্রাপ্ত পণ্যদ্রব্যের ব্যবহারে উত্সাহ দেয়ার নীতি অনুসরণ করছে। প্রেসিডেন্ট হু চিন থাও এবারকার মাইক্রসফ্ট কম্পানির সফরের প্রধান লক্ষ্য হলো চীন মেধাস্বত্ব সুরক্ষা করার মতাধিষ্ঠান জোরদার করা।
সানকেই সিমবুন ও আসাহি সিমবুন পত্রিকা ১৮ এপ্রিল খবরে প্রকাশ, প্রেসিডেন্ট হু চিন থাও এবারকার সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিত উন্নয়নের সুসংবদ্ধ করার জন্য একটি সুযোগ।
|