v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-19 19:32:07    
গ্রীস ও বাংলাদেশের অতিথিদের সঙ্গে ওয়াং চিয়ারুইয়ের সাক্ষাত্

cri
    চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের মহাপরিচালক ওয়াং চিয়ারুই ১৯ এপ্রিল পেইচিংয়ে আলাদা আলাদাভাবে গ্রীসের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আলাইকা পাপালিজার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব হেমায়েত উদ্দিনের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

    গ্রীসের অতিথিদের সঙ্গে সাক্ষাত্কালে ওয়াং চিয়ারুই চীনের স্বাধীন, স্বতন্ত্র ও শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, বিশ্বের বহুমেরুকরণের পরিস্থিতি জটিলভাবে উন্নয়নের অবস্থায় চীন ও ইউরোপের উচিত সহযোগিতা গভীরতর করা, আলাপ-পরামর্শ জোরদার করা, যৌথভাবে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা এবং মানবজাতির অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করা।

    হেমায়েত উদ্দিনের সঙ্গে বৈঠকে ওয়াং চিয়ারুই চীন ও বাংলাদেশের পার্টিতে -পার্টিতে সম্পর্কের ইতিবাচক মূল্যায়ন করেছেন। বাংলাদেশ যে দু'দেশের পার্টিতে-পার্টিতে সম্পর্কের আদান-প্রদানের উপর উচ্চ গুরুত্ব দেয় এবং তাকে সামনে এগিয়ে নিয়ে যায় তার জন্যে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, চীন ও বাংলাদেশের মধ্যে পার্টিতে -পার্টিতে সম্পর্কের বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান জোরদার করা দু'দেশের সার্বিক সহযোগিতার রাজনৈতিক ভিত্তি সুসংবদ্ধ করার অনুকূল।

    বাংলাদেশ যে তাইওয়ান ও মানবাধিকার প্রভৃতি সমস্যায় চীনকে সমর্থন করে তিনি তার জন্যে ধন্যবাদ জানিয়েছেন।

    বাংলাদেশ ও চীনের পার্টিতে -পার্টিতে সম্পর্কের আদান-প্রদান যে দু'দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে হেমায়েত উদ্দিন তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ দু'দেশের সম্পর্কের উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং চীনের সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা প্রভৃতি ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।