চীনের প্যাকিং শিল্প ফেডারেশনের চেয়ারম্যান শি ওয়েন ফাং ১৯ এপ্রিল বলেছেন, ২০০৫ সালে চীনের প্যাকিং শিল্পের মোট মূল্য ৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এবং এতে মোটামুটিভাবে চীনের খুচরো পণ্যদ্রব্য আর রপ্তানী পণ্যের সম্পূর্ণ পরিসেবার চাহিদা মিটেছে।
একই দিন পেইচিংয়ে শুরু হওয়া ২০০৬ সালের বিশ্ব প্যাকিং সম্মেলনে শি ওয়েন ফাং বলেছেন, চীনের প্যাকিং শিল্পে কাগজ, প্লাস্টিক, ধাতু, কাঁচ, প্রিন্টিং আর প্যাকিং যন্ত্র ইত্যাদি প্রধান পণ্যদ্রব্যের স্বাধীন ও সম্পূর্ণ শিল্প ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। গত বছর প্যাকিং শিল্পের মোট উত্পাদন মূল্য দেশের মোট উত্পাদন মূল্যের ২.২ শতাংশ হয়েছে।
এবারকার বিশ্ব প্যাকিং সম্মেলন দু'দিন চলবে। সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে "বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ সুরক্ষা, সহযোগিতা ও উন্নয়ন" । ২৫টি দেশ ও অঞ্চল থেকে আসা বিশ্ব প্যাকিং সংস্থার শতাধিক সদস্য এবং চীনের পাঁচ শতাধিক প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন।
|