চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী সুই কুয়ান হুয়া ১৮ এপ্রিল মার্কিন সরকারি কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বিজ্ঞান ও প্রযুক্তি এবং চিকিত্সা ও স্বাস্থ্য বিষয়ক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন। একই দিনে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটির পরিচালক মা খাই এবং মাইক্রোসফ্ট কম্পানির প্রধান পরিচালক বিল গেটসের সঙ্গে সফ্টওয়্যার সহযোগিতা সংশ্লিষ্ট স্মারক স্বাক্ষর করেছেন।
চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মার্কিন পক্ষের সঙ্গে তিনটি প্রধান দলিল স্বাক্ষর করেছে। এগুলো হলো "চীন-মার্কিন বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা চুক্তি", "সমঝোতা স্মারক" এবং "স্বাস্থ্য ও ওষুধ বিষয়ক সহযোগিতা স্মারক"। তৃতীয় দলিলের প্রধান লক্ষ্য হলো এইডস রোগ এবং সংক্রামক রোগের সহযোগিতা জোরদার করা।
একই দিনে মা খাই সিয়াটলে বিল গেটসের সঙ্গে তথ্য শিল্প ত্বরান্বিত করার বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। দু'পক্ষ দ্বিতীয় দফা সফ্টওয়্যার সহযোগিতা সংশ্লিষ্ট স্মারক স্বাক্ষর করেছে।
|