সম্প্রতি বিদেশের তথ্য মাধ্যম পৃথক পৃথকভাবে প্রবন্ধ প্রকাশ করে সক্রিয়ভাবে পেইচিংয়ে অনুষ্ঠিত তাইওয়ান প্রণালীর দু'পারের অর্থনীতি ও বাণিজ্য ফোরাম এবং চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ও চীনের কুওমিনতাং পার্টির সাম্মানিক চেয়ারম্যান লিয়ান চানের সাক্ষাতের মূল্যায়ন করেছে। তারা মনে করে, হু চিন থাওয়ের বক্তৃতা এবং তাইওয়ানের প্রতি মূলভূভাগের কতোকগুলো সুবিধাজনক ব্যবস্থা মূলভূভাগের সত্যিকার সযত্ন প্রতিফলিত হয়েছে। মূলভূভাগ আর তাইওয়ানের সুষ্ঠু শক্তি ফলপ্রসূ সহযোগিতা শুরু করেছে।
রাশিয়ার "কোমের্সান্ট" পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে, চীনের মূলভূভাগ আর তাইওয়ানের অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ দ্রুতই বাড়ছে, তা দু'পারের রাজনৈতিক যোগাযোগের তুলনায় অনেক এগিয়ে গেছে।
ইন্দোনেশিয়ার চীনা ভাষার পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ পৃষ্ঠায় সংশ্লিষ্ট প্রবন্ধ এবং ছবি প্রকাশ করেছে। ইংরেজী পত্রিকা "জাকার্তা পোস্ট" পত্রিকা হু চিন থাও আর লিয়েন চানের সাক্ষাত্কালের দৃশ্য এবং দু'পারের সম্পর্কের ভবিষ্যত সম্ভাবনার বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে।
থাইল্যান্ডের "সিং সিয়ান ইয়েপ পাও" পত্রিকার প্রকাশিত প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, হু চিন থাওয়ের উত্থাপিত দু'পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন সংক্রান্ত চারটি প্রস্তাব প্রণালীর দু'পারের জন্য এক নতুন ঐতিহাসিক সম্ভাবনা প্রদর্শন করেছে।
|