দক্ষিণ কোরিয়ার কংগ্রেসে ১৯ এপ্রিল নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নিযুক্তির বিলের ওপর ভোট নেয়া হয়েছে। উরি পার্টির নারী সংসদ সদস্য হান মিং-সোক অধিকাংশ ভোট পেয়ে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হন। ১৯৪৮ সালে দক্ষিণ কোরিয়া প্রতিষ্ঠার পর থেকে তিনি হচ্ছেন প্রথম নারী প্রধানমন্ত্রী।
জানা গেছে, কংগ্রেসের মোট ২৬৪ জন সদস্য একইদিন অনুষ্ঠিত গোপন ব্যালটের ভোটদানে অংশ নিয়েছেন। ভোটদানের ফলাফল হচ্ছে ১৮২টি পক্ষে ও বিপক্ষে ৭৭ টি ভোট। হান মিং-সোক হচ্ছেন রোহ মো হিউন সরকারের তৃতীয় প্রধানমন্ত্রী। তিনি ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রোহ মো হিউন ২৪ মার্চ হান মিং-সোককে প্রধানমন্ত্রী মনোনীত করেন। তিনি "গলফ ঘটনার" কারণে পদ ত্যাগ করা লি হাই-চানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
|