১৮ এপ্রিল শাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি বলেছেন, সরকার বিরোধী সশস্ত্র রাজধানীর ওপর হামলা চালানোর পরিণতিতে যদি ৩ মে'র প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে, তাহলে শাদ গৃহ যুদ্ধে নিমজ্জিত হতে পারে।
একই দিন তথ্যজ্ঞাপন সভায় তিনি আবার অভিযোগ করে বলেছেন, রাজধানী এন জামেনার ওপর সরকার বিরোধী সশস্ত্রশক্তির হামলা তত্পরতায় সুদান সমর্থন দিচ্ছে। তিনি তার নিন্দা করেছেন। তিনি বলেন, বর্তমানে সরকারী বাহিনীর হাতে বন্দী সরকার বিরোধী সশস্ত্রব্যক্তিদের ৬০ শতাংশই সুদানী। এদের মধ্যে সুদানের আনুষ্ঠানিক বাহিনীর উচ্চ পর্যায়ের অফিসার রয়েছে। তিনি বলেন, তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আফ্রিকান ইউনিয়ন, ই ইউ ইত্যাদি আন্তর্জাতিক সংস্থা এবং কিছু আঞ্চলিক বড় দেশকে এই ব্যাপারটি জানিয়ে দিয়েছেন।
|