১৮ এপ্রিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড বলেছেন, যদিও কয়েক জন অবসর-প্রাপ্ত জেনারেল তাঁর উদ্দেশ্যে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন, তবু বর্তমানে তিনি পদত্যাগ করতে চান না।
একই দিন পেন্ট্যাগনে অনুষ্ঠিত তথ্যজ্ঞাপন সভায় তিনি আরও বলেন, তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার সময়, যুক্তরাষ্ট্র আফগানিস্তান যুদ্ধের গুরুত্ব ও ইরাক যুদ্ধ অনুভব করেছে, মার্কিন বাহিনীতে গুরুত্বপূর্ণ সংস্কার চালিয়েছে। তিনি অব্যাহতভাবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করবেন কি না, মার্কিন প্রেসিডেন্ট বুশের সিদ্ধান্ত নেয়া উচিত।
অন্য খবরে প্রকাশঃ একই দিন ভোরে বুশ রামসফেল্ডকে সমর্থন করার কথা বলেছেন। তিনি মনে করেন, রামসফেল্ডের প্রতিরক্ষা মন্ত্রী পদে অব্যাহতভাবে দায়িত্বপাল উত্তম বিকল্প ।
|