v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-04-19 15:25:58    
১৯ এপ্রিল

cri

    চার্লেস ডারউইনের মৃত্যু

    ১৮৮২ সালের ১৯ এপ্রিল জীববিজ্ঞানী চার্লেস ডারউইনের মৃত্যু হয়। তিনি ছিলেন উনবিংশ শতাব্দীতে ব্রিটেনের বিশিষ্ট জীববিজ্ঞানী , বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের উত্পত্তি ও বিকাশের তত্ত্বের প্রতিষ্ঠাতা, প্রাণী ও উদ্ভিদের বিবর্তন তত্ত্বের ভিত্তি স্থাপনকারী। তিনি প্রাণী ও উদ্ভিদের বিকাশের নিয়ম খুঁজে বের করতে পেরেছেন, প্রমাণ করেছেন যাবতীয় জীবের অভিন্ন উত্পত্তি আছে। ডারউইনের এই আবিষ্কার জীববিদ্যার জন্য এক যুগান্তকারী তাত্পর্যসম্পন্ন ঘটনা । এটা বিজ্ঞানের এক মহাবিপ্লব এবং আধুনিক জীববিজ্ঞানের ওপর বিরাট ও সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করেছে। ফ্রেড্রিখ এংগেল্সের মতে ডারউইনের বিবর্তন তত্ত্ব হলো উনবিংশ শতাব্দীতে প্রাকৃতিক বিজ্ঞানের তিনটি মহা আবিষ্কারের একটি।

    ডারউইনের জন্ম ১৮০৯ সালের ১২ ফেব্রুয়ারি শ্রেউসবার্গে , বংশপরম্পরাগত এক ডাক্তার পরিবারে। কিশোরবেলা থেকেই তিনি মিউজিয়াম সংক্রান্ত বিদ্যা ও রসায়নবিদ্যা ইত্যাদি প্রাকৃতিক বিজ্ঞান ভালবাসেন ।১৮৫৯ সালে ডারউইন "অরিজিন অব দি স্পেসিস" নামক তাঁর মহাগ্রন্থ প্রকাশ করেন এবং বিবর্তন তত্ত্ব প্রতিষ্ঠা করেন। তিনি ১৮৮২ সালের ১৯ এপ্রিল মৃত্যু বরণ করেন।

    পদার্থ বিজ্ঞানী পিয়েরে কুরি'র মৃত্যু

    ১৯০৬ সালের ১৯ এপ্রিল ফরাসী পদার্থ বিজ্ঞানী পিয়েরে কুরি'র মৃত্যু হয়। তাঁর জন্ম ১৮৫৯ সালে । প্যারিস বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রী পাওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপক নিযুক্ত হন। পরে তিনি মাদাম ম্যারি কুরির সঙ্গে একত্রে তেজস্ক্রিয়া নিয়ে গবেষণা চালান এবং এ বিষয়ে গবেষণায় অবদান রাখেন। ফলে তিনি এবং বেকুয়েরেল এবং মাদাম ম্যারি কুরি একসঙ্গে পদার্থবিদ্যায় ১৯০৩ সালের নোবেল পুরস্কার জয় করেন।

    সিনেমা তারকা গ্রেস কোল্লির সঙ্গে মরক্কোর রাজকুমারের বিয়ে

    ১৯৫৬ সালের ১৯ এপ্রিল আয়ারল্যাণ্ডের বংশোদ্ভূত মার্কিন সিনেমা তারকা গ্রেস কোল্লির সঙ্গে মরক্কোর রাজকুমার তৃতীয় রেনিয়েরের বিয়ে হয়। এই বিবাহ অনুষ্ঠানে সাক্ষাত্কার নেয়া এবং খবর পাঠানোর জন্য উপস্থিত ছিলেন ১৮০০ জন সংবাদদাতা।

    গ্রেস কোল্লি "ডায়াল এম ফর মার্ডার" এবং "ইয়ার উইণ্ডো" ইত্যাদি চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসেবে চমত্কারভাবে অভিনয় করে সিনেমা তারকা হন।

    যুক্তরাষ্ট্রের "ব্রাঞ্চ ড্যাভিডিয়ানস" ধর্মসম্প্রদায়ের সদস্যদের একযোগে আত্মহত্যা

    ১৯৯৩ সালের ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের "ব্রাঞ্চ ড্যাভিডিয়ানস" ধর্মসম্প্রদায়ের প্রায় এক শো সদস্য একযোগে আত্মহত্যা করে। ঘটনাটা সংক্ষেপে এ রকম: এক বিরাট অগ্নিকাণ্ডে টেক্সাস অংগ্যরাজ্যের "ব্রাঞ্চ ড্যাভিডিয়ানস" ধর্মসম্প্রদায়ের প্রায় এক শো সদস্যের দখলকৃত একটি বিরাট উঠান-সম্পন্ন বাসভবন পুড়ে ছাই হয়ে যায়। এর আগে তারা ৫১ দিন ধরে ভবনটি সশস্ত্রভাবে দখলে রেখেছিল। খবরে প্রকাশ, সম্পদায়টির শুধু ৯ জন সদস্য অগুন থেকে বেরিয়ে প্রাণে বেঁচে গেছে। ২৪ জন শিশু সহ সম্প্রদায়টির বাকী ৮৬ জন সদস্য নিখোঁজ হয়।

    মার্কিন তথ্যমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রদায়টির সরদার ড্যাভিড কোরেশ এফবিআইকে ধমক দিয়ে বলেছিলেন যে, যদি এফবিআইয়ের আইনপ্রয়োগকারী কর্মীরা তার অনিষ্ট করার অপচেষ্টা করে, তাহলে সে তাদেরকে " আগুনের গ্রাসে" ফেলবে । আত্মহত্যার অগ্নিকাণ্ডটির পর ড্যাভিড কোরেশ নিখোঁজ হন।