চিয়াং কাইশেক নানচিং সরকার প্রতিষ্ঠা করেন
১৯২৭ সালের ১৮ এপ্রিল ওমিনতাং পাটির কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় অধিবেশন নানচিংয়ে অনুষ্ঠিত হয়। কুওমিনতাং পাটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিয়াং কে সি প্রমুখ কুমিংতাং পাটির উচ্চ পদস্থ নেতারা এই অধিবেশনে উপস্থিত ছিলেন। অধিবেশনে নানচিং সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয় ।
ইউরোপের কয়লা ও ইস্পাত যৌথ গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত
কয়লা আর ইস্পাত শিল্পায়ন ত্বরান্বিত করার উদ্দেশ্যে পশ্চিম ইউরোপের আংশিক দেশ অর্থনৈতিক গোষ্ঠী প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করে। পরে ফ্রান্স , জার্মানী ,ইতালী , রেদারল্যান্ড এই পরিকল্পনা নেয়। ১৯৫১ সালের ১৮ এপ্রিল এ চারটি দেশের মধ্যে প্যারিসে ৫০ বছর স্থায়ী ' ইউরোপ কয়লা ও ইস্পাত যৌথ গোষ্ঠীর চুক্তি' স্বাক্ষরিত হয়। এতে প্রতিপন্ন হয় যে ইউরোপের কয়লা ও ইস্পাত যৌথ গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৫৪ সাল নাগাদ এ সব দেশের মধ্যে কয়লা, লোহা আর ইস্পাতের বাণিজ্য বাধা পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়।
এশীয়-আফ্রিকা বান্দুং সম্মেলন শুরু
১৯৫৫ সালের ১৮ থেকে ২৪ এপ্রিল পযর্ন্ত এশীয়-আফ্রিকা সম্মেলন বান্দুং অনুষ্ঠিত হয়। চীনের প্রয়াতপ্রধান মন্ত্রী চৌ এন লাই সেই সম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। । তাঁর ভাষণে প্রধান মন্ত্রী চৌ এন লাই চীন সরকারের মতাধিষ্ঠান বণর্না করেন। তিনি তাঁর ভাষণে 'অমিল পাশে রেখে মিল খুজে বের করার' নীতি উত্থাপন করেন। তাঁর এই প্রস্তাব সম্মেলনে অংশ গ্রহণকারীদের সাদর সমর্থন পায়। এ সম্মেলন এশিয়া আর আফ্রিকার জাতীয় মুক্তি আন্দোলনের একটি মাইলফলক।
বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন শেষ নি:শ্বাস ত্যাগ করেন
১৯৫৫ সালের ১৮ এপ্রিল বিশ্ব বিখ্যাত মহান বিজ্ঞানী আইনস্টাইন শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
লিও সাও ছি চীনের প্রেসিডেন্ট নিবার্চিত হন
চীনের দ্বিতীয় জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশন ১৯৫৯ সালের ১৮ এপ্রিল পেইচিংএ অনুষ্ঠিত হয়। অধিবেশনে লিও সাও ছি চীনের প্রথম প্রেসিডেন্ট নিবার্চিত হন।
পানামা খাল চুক্তি স্বাক্ষরিত হয়
১৯৭৮ সালের ১৮ এপ্রিল মার্কিন সিনেটে নতুন' পানামা খাল চুক্তি' অনুমোদিত হয়।
লেবাননে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিস্ফোরণ ঘটে
১৯৮২ সালের ১৮ এপ্রিল লেবাননে যুক্তরাষ্ট্রের দূতাবাসে বিস্ফোরণ ঘটে।
যুক্তরাষ্ট্রের টিটান রকেটের উতক্ষেপন বিফল হয়
১৯৮৬ সালের ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি টিটান রকেট ক্যালিফোনিয়ার বিমান বাহিনীর ঘাঁটি থেকে উতক্ষেপন করা হয়। কয়েক সেকেন্টেন্ড পর রকেট আকাশে বিস্ফোরিত হয়। ঘাঁটির ৫৮ জন লোক এই দু'ঘটনায় আহত হয়।
চীন আর বাহরাইনেরে মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়
১৯৮৯ সালের ১৮ এপ্রিল চীন আর বাহরাইনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
চীনের দ্বিতীয় জাতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়
১৯৫৯ সালের ১৮ এপ্রিল চীনের দ্বিতীয় গণ কংগ্রেসের প্রথম অধিবেশন পেইচিংএ অনুষ্ঠিত হয়। অধিবেনে লিও সাও ছি আর চৌ এন লেই যথাক্রমে প্রেসিডেন্ট আর প্রধান মন্ত্রী নিবার্চিত হন।
|