যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মরক্কো, নাইজেরিয়া এবং কেনিয়া এই পাঁচটি দেশের শীর্ষ নেতাদের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৮ এপ্রিল বিশেষ বিমান যোগে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পেইচিং ত্যাগ করেছেন।
চীনের উপ-পররাষ্ট্র মন্ত্রী ইয়াং জেই ছি সম্প্রতি আস্থা প্রকাশ করেছেন, এবারকার সফর বলিষ্ঠভাবে চীন আর উপরোক্ত পাঁচটি দেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করবে।
প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সফরসঙ্গী আছেন তাঁর স্ত্রী লিউ ইয়ু ছিং, রাষ্ট্রীয় কাউন্সিলার থাং চিয়া শুয়েন, পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের পরিচালক মা খেই, বাণিজ্য মন্ত্রী পো শি লাই প্রমুখ।
|