দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৮ এপ্রিল "২০০৬-২০২২ সালের মৌলিক প্রতিরক্ষা নীতি" প্রকাশ করেছে। এতে কোরীয় উপদ্বীপের শান্তিপূর্ণ ব্যবস্থা স্থাপন করা-সহ তিনটি বিষয় মৌলিক নীতি হিসেবে নির্ধারিত হয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়া সরকার প্রকাশিত "সহযোগিতামূলক স্বনির্ভর প্রতিরক্ষা ত্বরান্বিত পরিকল্পনা" ও "প্রতিরক্ষা সংস্কার ২০২০"'র মধ্যে নির্ধারিত প্রতিরক্ষার প্রধান কর্তব্য নতুন প্রকাশিত নীতিতে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। প্রতিরক্ষা নীতিতে "স্বনির্ভরতার ভিত্তিতে প্রতিরক্ষা উন্নয়ন করা" আগামী ১৭ বছরের প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারিত হয়েছে। এতে আরো রয়েছে তিনটি মৌলিক নীতি, তা হলো কোরীয় উপদ্বীপে শান্তিপূর্ণ ব্যবস্থা স্থাপন করে কোরীয় উপদ্বীপের একীকরণ বাস্তবায়ন করা, বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং দেশ ও সমাজের উন্নয়ের জন্য অগ্রসর প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা।
|